For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০১৯-এর লোকসভা! বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করলেন অমিত শাহ

এনডিএ-র নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ানকে নিয়ে বিহারের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রবিবার তিনি জানান, বিজেপি ও নীতীশ কুমারের দল জেডিইউ ১৭ টি করে আসনে লড়াই করবে।

  • |
Google Oneindia Bengali News

এনডিএ-র নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ানকে নিয়ে বিহারের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রবিবার তিনি জানান, বিজেপি ও নীতীশ কুমারের দল জেডিইউ ১৭ টি করে আসনে লড়াই করবে। অন্যদিকে রামবিলাসের এলজেপি লড়াই করবে ৬ টি আসনে।

বড় লাভ রামবিলাসের দলের

বড় লাভ রামবিলাসের দলের

একদিকে যেমন বিহার থেকে লোকসভার ছটি আসনে লড়াই করার সুযোগ পাচ্ছে রামবিলাসের এলজেপি, অন্যদিকে, উত্তরপ্রদেশ কিংবা ঝাড়খণ্ড থেকে একটি আসন পেতে পারে। একইসঙ্গে রাজ্যসভার একটি আসনও জুটতে পারে এলজেপির ভাগ্যে। যেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রামবিলাস নিজে। রামবিলাস পাসোয়ান মোদী ক্যাবিনেটের সদস্য।

দলের 'ক্ষতি' করে জোট

দলের 'ক্ষতি' করে জোট

২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপি বিহার থেকে জিতেছিল ২২ টি আসন। এবার সেই আসন থেকে ৫ টি আসন কম নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বিজেপি।

বিরোধ মিটেছে বিজেপি এবং এলজেপির

বিরোধ মিটেছে বিজেপি এবং এলজেপির

শুক্রবার জোট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা বলেন রামবিলাস পাসোয়ান এবং তাঁর ছেলে চিরাগ পাসোয়ান। তার আগে বিজেপির সঙ্গে তাদের দলের ফাঁক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছিলেন চিরাগ পাসোয়ান। তিনি বলেছিলেন আসন সমঝোতা ছাড়াও অন্য ইস্যুও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দুদলের বিরোধ মিটিয়ে নেওয়া হয়েছে।

২০১৪-য় এনডিএ-র দখলে ছিল ৩১ টি আসন

২০১৪-য় এনডিএ-র দখলে ছিল ৩১ টি আসন

বিজেপি সভাপতি অমিত শাহ এর আগে ঘোষণা করেছিলেন বিহারে বিজেপি এবং জেডিইউ একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৪-র নির্বাচনে বিহারের লোকসভার ৪০ টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩১ টি আসন।

(প্রতীকী ছবি)

English summary
Amit Shah Announces Bihar Seat-Sharing Deal for 2019 Loksabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X