For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa poll 2022: গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর

Goa poll 2022: গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর

Google Oneindia Bengali News

পাঞ্জাবের পর এবার গোয়ার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করল আপ। অমিত পালেকরকে মুখ করেই গোয়ায় ভোটে লড়তে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল জনতার রায় নিয়ে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানকে করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই দুই রাজ্যেই বেশ ভাল অবস্থায় রয়েছে আপ।

গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে

গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে

এবার গোয়ার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করল আপ। অমিত পালেকরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। পানাজিতে সাংবাদিক বৈঠক করে এই নাম ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালের বিধানসভা ভোটে এক প্রকার জামানত জব্দ হয়েছিল আপের। গোয়ায় একটি আসনও জিততে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল। যদিও প্রচারে কোনও কসুর করেনি তাঁরা। এবারে তাইএকেবারে পরিকল্পনা করে ময়দানে নেমেছেন কেজরিওয়াল।

ভোট বাড়ার ইঙ্গিত

ভোট বাড়ার ইঙ্গিত

পাঞ্জাবের মত এবার গোয়াতেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আপ। আগের বারে একটিও ভোট না পেলেও এবার আপের ঝুলিতে বেশ কয়েকটি ভোট পড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই নিয়ে নতুন সমীকরণ শুরু হয়ে গিয়েছে। এবারও আপ প্রায় সবকটি আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছে।তাই আগে থেকেই সতর্ক হয়ে পা ফেলতে শুরু করে দিয়েছেন কেজরিওয়াল।

চিদাম্বরমের কটাক্ষ

চিদাম্বরমের কটাক্ষ

গতকালই পি চিদাম্বরম দাবি করেছেন, গোয়ায় দ্বমুখী লড়াই হবে। কংগ্রেস এবং বিজেপির। তার মধ্যে তৃণমূল কংগ্রেস অবং আমআদমি পার্টি এসে বিরোধীদের ভোট ভাঙানোর চেষ্টা করছে। এর মোক্ষম জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা চিদাম্বরমকে জানিয়েছে তৃণমূল কংগ্রেস অনেক আগেই কংগ্রেসকে জোেটর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটার জবাব এখনও কংগ্রেস দিয়ে উঠতে পারেনি। গোয়ায় মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালবেসেছে বলেই তার শক্তি বাড়াচ্ছে।

আপের ভোট প্রতিশ্রুতি

আপের ভোট প্রতিশ্রুতি

গোয়ার বিধানসভা ভোটে ১৩ দফার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তার মধ্যে অন্যতম হল গোয়া মহিলাদের উন্নয়ন। সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এবং গোয়াকে খনিগুলিতে পুনরুদ্ধার করা। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্য গোয়ার প্রত্যেকটি বাসিন্দা ৫৫ লক্ষ টাকা করে পাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

English summary
Goa assembly election 2022 update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X