For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝেও মুকেশের ভাগ্য সপ্তমে! বাফেটকে টপকে হলেন বিশ্বের সপ্তম সবচেয়ে ধনী ব্যক্তি

করোনার মাঝেও মুকেশের ভাগ্য সপ্তমে! বাফেটকে টপকে হলেন বিশ্বের সপ্তম সবচেয়ে ধনী ব্যক্তি

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মধ্যেই ফুলে ফেঁপে উঠছে অনিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ফোর্বসের তালিকায় এবার ধনকুবের ওয়ারেন বাফেটকে টোপকে গেলেন মুকেশ আম্বানি। বিশ্বের ধনীর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক।

 বাফেটকে টপকে গেলেন আম্বানি

বাফেটকে টপকে গেলেন আম্বানি

বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এগিয়ে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিেজর মালিক মুকেশ আম্বানি। বিশ্বের ধনীদের তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিলেন মুকেশ। ফোর্বসের তালিকায় মুকেশের সম্পত্তির পরিমান ৭০.১ বিলিয়ন মার্কিন ডলার।

করোনা সংকটেও সম্পত্তি বেড়েছে মুকেশের

করোনা সংকটেও সম্পত্তি বেড়েছে মুকেশের

করোনা সংকটের মধ্যে যখন গোটা দেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে। সেখানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমান বেড়েছে। গত কয়েক মাসে ফেসবুক থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংস্থা বিনিয়োগ করেছে রিলায়েন্সে। জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ফেসবুক। ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। ফেসবুক ছাড়াও রিলায়েন্স জিও-য় লগ্নি করেছে ইন্টেল ক্যাপিটাল, জেনারেল আটলান্টিক, আবু ধাবি ইনভেস্টমেন্ট গ্রুপ।

 রিলায়েন্সের শেয়ারের দর বেড়েছে

রিলায়েন্সের শেয়ারের দর বেড়েছে

করোনা সংকটে যখন ধস নেমেছে শেয়ার বাজারে। ঠিক তখনই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কিন্তু বেড়েছে।
ফেসবুক সহ একাধিক সংস্থা বিনিয়োগ করায় ১২ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে রিলায়েন্স শেয়ারের বাজার দর।
২০২০ সালের মধ্যে ঋণমুক্ত হওয়ার পরিকল্পনা নিয়েছেন মুকেশ আম্বানি।

ব্লুমবমার্গের তালিকায় পিছিয়ে মুকেশ

ব্লুমবমার্গের তালিকায় পিছিয়ে মুকেশ

ফোর্বসের তালিকায় এগিয়ে গেলেও ব্লুমবার্গের বিশ্বের ধনীর তালিকায় একটু পিছিয়ে রয়েছেন মুকেশ। সেখানে অষ্টম স্থানে রয়েছেন তিনি। সেক্ষেত্রে মুকেশের সম্পত্তির পরিমান রাখা হয়েছে ৬৮.৩ বিলিয়ন মার্কিন ডলার। সেই তালিকাতেও মুকেশের থেকে পিছিয়ে রয়েছে ওয়ারেন বাফেট।

English summary
Amidst Coronavirus pandamic Reliance Industries chairman Mukesh Ambai now richer than Warren Buffett
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X