করোনা লকডাউনে ঘরে খাবার নেই, পেটের জ্বালা মেটাতে বিষধর গোখরোই ভরসা গ্রামবাসীর
প্রায় দেড় মাস হতে চলল দেশে লকডাউন চলছে। সব রাজ্যই স্তব্ধ। গবিরদের জন্য খাদ্য দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু তারপরেও অনেকেই পাচ্ছেন না খাবার। তার আরও এক প্রমাণ প্রকাশ্যে এসেছে। অরুণাচলের একদল গ্রামবাসীকে বিষধর গোখরো সাপ মেরে খিদে মেটাতে হচ্ছে। এমনি খবর ভাইরাস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিিডও ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অরুণাচল প্রদেশের জঙ্গলে ঢাকা গ্রামের জনা কায়েক বাসিন্দাকে বিষধর গোখরো সাপ কাঁধে নিয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছে সেই ভিডিওয়। তাঁরা জানিয়েছে লকডাউনে কাজ গিয়েছে। ঘরে খাবার নেই তাই জঙ্গল থেকে ১২ ফুটের বিষধর গোখরো সাপ শিকার করে নিয়ে এসেছেন তাঁরা। এই ১২ ফুটের গোখরো মেরে রান্না করেই তাঁদের পেট ভরা খাবার খাওয়া হবে।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই বন্যপ্রাণ আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অরুণাচলের বনদফতরের আধিকারিকরা জানিয়েছে গোখরো সাপ বিরল প্রজাতির সরীস়ৃপের মধ্যে পড়ে। তাই গোখরো সাপ হত্যা করে বন্যপ্রাণ আইন লঙ্ঘন করেছেন তাঁরা। যদিও অরুণাচল প্রদেশে এরকম একাধিক বিরল প্রজাতির সাপ রয়েছে।
স্বাস্থ্য বিমার দাবির নিষ্পত্তি! নির্দেশিকা জারি করে সময় জানাল আইআরডিএ