For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বুকিং, কোন কোন রুটে চলবে ট্রেন এক নজরে

করোনা লকডাউনের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বুকিং। আজ বিকেল ৪টে থেকে অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং শুরু হবে।

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বুকিং। আজ বিকেল ৪টে থেকে অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং শুরু হবে। ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে নির্দিষ্ট ১৫জোড়া ট্রেন চলবে।

 বিকেল থেকে শুরু টিকিট বুকিং

বিকেল থেকে শুরু টিকিট বুকিং

বিকেল ৪টে থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বুকিং। আইআরসিটিসি-র সাইটে অনলাইনেই কেবল মাত্র এই টিকিট বুকং করা যাবে। এমনই জানানো হয়েছে রেলের তরফ থেকে। তবে ট্রেনের টিকিট কাউন্টার খোলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আগামিকাল অর্থাৎ ১২ মে থেকে দেশের কয়েকটি মাত্র রুটে ১৫ জোড়া ট্রেন চালানো হবে

 ট্রেন চলবে কাল থেকে

ট্রেন চলবে কাল থেকে

আগামিকাল থেকে অংশিক সচল হচ্ছে দেেশর যাত্রীবাহী ট্রেন পরিষেবা। দেশের বিভিন্ন রুটে ১৫ জোড়া ট্রেন চালানো হবে ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার। ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে বলা হয়েছে। এক একটি কামরায় ৭৪ জন যাত্রীর পরিবর্তে ৫৪ জন যাত্রীকে সফরের অনুমতি দেওয়া হবে। ট্রেনে চাপার জন্য টিকিটের পাশাপাশি মাস্ক এবং আরোগ্যসেতু অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কোন কোন রুটে চলবে ট্রেন

কোন কোন রুটে চলবে ট্রেন

১৫ জোড়া ট্রেন চালানো হবে মঙ্গলবার েথকে। শ্রমিক স্পেশাল ট্রেনের মতোই চালানো হবে এগুলিকে। রাজধানী দিল্লি থেকে কলকাতা, ডিব্রুগড়, আগরতলা, বিলাসপুর, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, জম্মু তাওয়াই এই রুটে তলবে ট্রেনগুিল।

 শ্রমিকদের ফেরােত ট্রেন

শ্রমিকদের ফেরােত ট্রেন

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আগেই শ্রমিক ট্রেন চালানো শুরু করেছে রেলওয়ে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে সেই শ্রমিক ট্রেনগুলি পৌঁছতেও শুরু করেছে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই বেশ কয়েকটি শ্রমিক ট্রেন পৌঁছছে। কেরল এবং রাজস্থান থেকে রাজ্যের শ্রমিকরা এসে পৌঁছেছেন।

১২৫ বছরে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! হবে করোনা চিকিৎসা১২৫ বছরে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! হবে করোনা চিকিৎসা

English summary
Amidst coronavirus lockdown rail ticket booking start from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X