For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে সরকারি গাড়ি আটাকালেন পুলিসকর্মী, কর্তব্যের চরম মূল্য দিতে হল তাঁকে

করোনা লকডাউনে সরকারি গাড়ি আটাকালেন পুলিসকর্মী, কর্তব্যের চরম মূল্য দিতে হল তাঁকে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে গোটা দেশে লকডাউন জোরদার করা হয়েছে। শীর্ষ আধিকারিকদের নির্দেশ মেনেই লকডাউনের মাঝে সরকারি আধিকারিকদের গাড়ি আটকে ছিলেন কর্তব্যরত পুলিসকর্মী। তার জন্য গাড়িতে থাকা সরকারি আধিকারিকরা তাঁকে কানধরে উঠবোস করতে বাধ্য করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

গাড়ি আটকানোয় পুলিসকে শাস্তি

গাড়ি আটকানোয় পুলিসকে শাস্তি

লকডাউন কড়াকড়ি শুরু হয়েছে গোটা দেশে। সেই মত পুলিসকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বইগাছি চকে কর্তব্যরত পুলিসকর্মী গণেশ টামটা সরকারি কৃষি আধিকারিকদের গাড়ি আটকান। লকডাউনে তাঁকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই পালন করছিলেন তিনি। তাতে বাহবা দেওয়া তো দূরের কথা উল্টে সরকারি আধিকারিকের গাড়ি আটকানোয় চরম শাস্তি দেওয়া হয় কর্তব্যরত পুলিসকর্মীকে। সকলের সামনে উর্দি পরা অবস্থাতেই কান ধরে ওঠবস করোনা হয় তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাস

সোশ্যাল মিডিয়ায় ভাইরাস

লকডাউন রক্ষায় গিয়ে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে সরকারি কৃষি আধিকারিকদের এই আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটা ভাইরাল হতে বেশি সয় লাগেনি। ভিডিওতে দেখা গিয়েছে শুধু কান ধরে ওঠবস করানো নয় কর্তব্যরত পুলিসকর্মীকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। ১৮ সেকেন্ডের সেই ভিডিওয় দেখা গিয়েছে সেই চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিস অফিসার ভয় পেয়ে সরে দাঁড়িয়ে আছেন।

ঘটনার তদন্তের নির্দেশ

ঘটনার তদন্তের নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেন পুলিস আধিকারিকরা। আরারিয়ার পুলিস সুপার জানিয়েছেন ভিডিওর সত্যতা যাচাই করে ঘটনার তদন্ত করা হবে। অন্যদিকে ভিডিওয় দেখা গিয়েছে জেলা কৃষি আদিকারিক চিৎকার করে কর্তব্যরত পুলিসকর্মীকে বলছেন ভিডিও কনফারেন্সে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। এর জন্য জেলে ভরা হবে পুলিসকর্মীকে। ডিএও-র এই হুঙ্গার শোনার পর সেখানে উপস্থিত পুলিস অফিসার পাল্টা পুলিসকর্মীকেই দোষারোপ করেছেন।

English summary
Amidst coronavirus lockdown Police man stop government official car what happen next
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X