For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় লকডাউন? হই হই করে ভিভিআইপি সমাগমে ছেলের বিয়ে সারলেন কুমারস্বামী

কোথায় লকডাউন? হই হই করে ভিভিআইপি সমাগমে ছেলের বিয়ে সারলেন কুমারস্বামী

Google Oneindia Bengali News

করোনা মহামারীতে গোটা দেশে লকডাউন চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নির্দিষ্ট গাইডলাইন দিয়ে জানানো হয়েছে কোনও রকম উৎসব, অনুষ্ঠান জমায়েত করা যাবে না আগামী ৩ মে পর্যন্ত। সেই নির্দেশিকা উড়িয়েই ধুমধাম করে ছেলে বিেয়র অনুষ্ঠান করলেন কর্নাটকে জেডিএস নেতা কুমারস্বামী। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভিভিআইপিরা।

ধুমধাম করে ছেলের বিয়ে

ধুমধাম করে ছেলের বিয়ে

লকডাউন উপেক্ষা করেই ধুমধাম করে ছেলের বিেয় দিলেন জেডিএস নেতা কুমারস্বীমা। প্রাক্তন কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার মেয়ে রেবতীর সঙ্গে বিয়ে হয়েছে কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামীর। শুক্রবার ছিল বিয়ের অনুষ্ঠান। বেঙ্গালুরুর রামানাগাড়ার একটি ফার্ম হাউসে অনুষ্ঠান হয়। সেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু আমন্ত্রিতরা সকলেই উপস্থিত ছিলেন। প্রায় ৩০ থেেক ৪০টি গাড়ি দেখা গিয়েছে সেই বিয়ের অনুষ্ঠানে। পুলিসের তরফে জানানো হয়েছে কুমারস্বামীর পরিবারের পক্ষ থেকে গাড়ি গুলির রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছিল। সেগুলোর প্রবেশে অনুমতি দেওয়া হয়।

কুমারস্বামীর সাফাই

কুমারস্বামীর সাফাই

দেশের এই পরিস্থিতি তারপরে আবার লকডাউন চলছে। তারমধ্যে জমায়েত করে ছেলের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য আবার সাফাই গেয়েছেন কুমারস্বামী। তিনি জানিয়েছেন আগে থেকেই এই অনুষ্ঠান করার জন্য অনুমতি পুলিসের কাছে নেওয়া ছিল। অনুষ্ঠান করার আগে পারিবারিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি। সেকারণেই বাড়িতে অনুষ্ঠান না করে ফার্ম হাউসে খোলা জায়গায় অনুষ্ঠান করা হয় বলে জানিয়েছেন কুমারস্বামী।

বিয়ের অনুষ্ঠানের ভিডিওগ্রাফি

বিয়ের অনুষ্ঠানের ভিডিওগ্রাফি

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন কুমারস্বামীর ছেলের বিয়ের অনুষ্ঠানের সব দিক ভিডিওগ্রাফি করা হয়েছে। যদি সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নির্দেশ কোথাও অমান্য করা হয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু এই সুযোগে যদি করোনা থাবা বসিয়ে থাকে তাহলে কীভাবে সামাল দেবে কর্নাটক সরকার।

ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার শতাংশ বাড়ছে! অন্ধকার কাটিয়ে ওঠার বার্তা পরিসংখ্যানেভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার শতাংশ বাড়ছে! অন্ধকার কাটিয়ে ওঠার বার্তা পরিসংখ্যানে

English summary
Amidst Coronavirus lockdown Kumarswami celibreat son's wedding with VVIPs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X