For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন তুড়িতে উড়িয়ে বঙ্গের মন্দিরে জমায়েত শ'য়ে শ'য়ে ভক্তের

করোনা লকডাউন তুড়িতে উড়িয়ে বঙ্গের মন্দিরে জমায়েত শ'য়ে শ'য়ে ভক্তের

Google Oneindia Bengali News

নিজামউদ্দিনের পরেও শিক্ষা নেই, রামনবমী উদযাপনে রাজ্যের মন্দিরে মন্দিরে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্ত সমাগম বাড়ছে। এদিকে করোনা সংক্রমণ এড়াতে বারবার ভিড় এড়িয়ে চলার নির্দেশ জারি করা হয়েছে। লকডাউন অমান্যে জেল হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। তারপরেই হুঁশ নেই মানুষের।

রামনবমীর ভিড় মন্দিরে

রামনবমীর ভিড় মন্দিরে

করোনা সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে চলুন। ঘরে থাকুন। বারবার হাতজোর করে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিস কড়া পদক্ষেপ করছে। কে শোনে কার কথা। নরম-গরম কোনও কথাতেই ভ্রুক্ষেপ নেই। রাম নবমী উদযাপনে রাজ্যের বিভিন্ন মন্দিরে শ'য়ে, শ'য়ে ভক্ত ভিড় করতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন মন্দিরে। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভক্ত সমাগম বাড়ছে। হুড়োহুড়ি, ঠেলাঠেলি, ঠাসাঠাসি করে ভগবানের বন্দনার হুজুকে মেতেছেন তাঁরা। ভক্তের ভক্তিতে সোশ্যাল ডিস্টেন্সিং শিকেট উঠেছে। ঠিক যেমনটা উঠেছিল নিজামউদ্দিনে।

কলকাতাতেও রামনবমীর ভিড়

কলকাতাতেও রামনবমীর ভিড়

শুধু গ্রামাঞ্চল বা জেলার শহর নয় অতিবড় শিক্ষিতদের বাস যে শহরে সেখানেও ঘটছে এই কান্ড। বেলেঘাটা, মানিকতলা সহ শহরের একাধিক মন্দরে রামনবমীর ভিড়। পুলিসে বারবার তাঁদের ফিরে যেতে বললেও কেউ তাতে কর্নপাত করছেন না। শিকেয় উঠেছে সোশ্যাল ডিস্টেন্সিং। তার উপরে আবার মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩। হাতে যেন স্বর্গ পেয়েছেন রাজ্যবাসী। করোনাকে হেলায় হারাবেন মনে করে যেন রাস্তায় নেমেছেন যুদ্ধ জয়ের জন্য। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা এবং একাধিক জেলায়।

নিজামউদ্দিনের ধর্মসভার খেসারত

নিজামউদ্দিনের ধর্মসভার খেসারত

তথ্য গোপন করে নিজামউদ্দিনের ধর্মসভায় হাজারো মানুষের জমায়েতের খেসারত দিচ্ছে দেশ। করোনা সংক্রমণে এক লাফে ২০০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০। মার্কজের প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ঠিকই। কিন্তু তাতে কমানো গিয়েছে বিপদ। সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আতঙ্কে কাঁপছে দেশ।

প্রতীকী ছবি

English summary
Amidst coronavirus lockdown hundreds gather temples of Bengal for Ram Navami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X