করোনা লকডাউনে ট্রেন সফর, একদিনে ১৬ কোটি টাকার টিকিট বিক্রি রেলের
করোনা লকডাউনের মধ্যেই ট্রেন চালানো শুরু করল ভারতীয় রেল। প্রথম পর্যায়ে ১৫টি দূরপাল্লার ট্রেন চালানো হচ্ছে গোটা দেশে। তার জন্য গতকাল অনলাইনে টিকিট বিক্রি করেছে আইআরসিটি। তাতে এক দিনেই ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

লকডাউনের মাঝেই শুরু ট্রেন চলাচল
তৃতীয় দফার লকডাউন এখনও শেষ হয়নি, তারমধ্যেই মঙ্গলবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলওয়ে। প্রথম দফায় গোটা দেশে ১৫টি দূর পাল্লার ট্রেন চলবে। হাওড়া স্টেশন থেকে নিউদিল্লির পথে রওনা হবে প্রথম ট্রেন। তার জন্য আগেরদিনই অনলাইনে টিকিট বিক্রি করেছে আইআরসিটিসি। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে সব টিকিট।

১৬ কোটি টাকার টিকিট বিক্রি
দূরপাল্লার ট্রেন সফরের জন্য প্রথম দিনেই ১৬ কোটি টাকার টিকিট বিক্রি করেছে রেল। প্রায় ৪৫,৫৩৩ টি টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। ৮২,৩১৭ জন যাত্রী সফর করবেন ট্রেনে। ৩ ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে ৫৪,০০০ যাত্রীর রিজার্ভেশন সুনিশ্চিত করা হয়েছে। আগামী ৭ দিন ১৫টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চালানো হবে।

যাত্রীদের জন্য বিশেষ নিয়ম
ট্রেনে সফর করা এবার যে আর আগের মতো থাকবে না তা আগেই জানিয়েছিল রেলওয়ে। ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে বলা হয়েছে। মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে সকলের মোবাইলে আরোগ্যসেতু অ্যাপ থাকাটা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। একটি কামরায় ৫৪ জনের বেশি যাত্রীকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে না।

ট্রেনে চাপার আগে স্বাস্থ্য পরীক্ষা
ট্রেনে চাপার আগে প্রত্যেক যাত্রীর কাছে কনফার্ম ই টিকিট থাকতে হবে। এবং স্বাস্থ্য পরীক্ষায় তাঁরা নিরাপদ রেয়েছেন িনশ্চিত হওয়ার পরেই ট্রেনে উঠতে দেওয়া হবে। সব কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত হলেও যাত্রীদের কম্বল এবং খাবার দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক নার্স ডে-র শুভেচ্ছা বার্তা রাজনীতিবিদদের, করোনা যোদ্ধাদের কুর্নিশ রাহুল, মমতা, অমিতের