For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের মধ্যেই বিমান বন্দর থেকে চলবে বাস-ট্যাক্সি, ভাড়া ১০,০০০ টাকা

করোনা লকডাউনের মধ্যেই বিমান বন্দর থেকে চলবে বাস-ট্যাক্সি, ভাড়া ১০,০০০ টাকা

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মধ্যেই ১৯ থেকে কয়েকটি নির্দিষ্ট রুটে ডোমেস্টিক বিমান পরিষেবা শুরু হতে চলেেছ। কিন্তু বিমান যাত্রীরা বাড়ি ফিরবেন কী করে তা নিয়ে আগাম চিন্তা ভাবনা করেই দিল্লি বিমান বন্দর থেকে বাস এবং ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিেয়ছে উত্তর প্রদেশ সরকার। তার জন্য যা ভাড়া দিতে হবে তা শুনে চমকে যেতে পারেন অনেকেই।

১৯ মে থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা

১৯ মে থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা

করোনা লকডাউনের চতুর্থ দফার শুরু হতে চলেছে। কিন্তু তার মধ্যেই আগামী ১৯ মে থেকে বেশ কিছু বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। করেকটি নির্দিষ্ট রুটেই বেশ কিছু বিধিনিষেধ সহকারে ডোমেস্টিক বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। ৮০ বছরের উর্ধ্বে কোনও যাত্রীকে সফর করতে দেওয়া হবে বিমানে। কেবিন লােগজও নিতে পারবেন না যাত্রীরা। মিলবে খাবার। কেবল মাত্র জল পাওয়া যাবে বিমানের ভেতরে।

বিমান বন্দর থেকে চলবে বাস

বিমান বন্দর থেকে চলবে বাস

বিমান পরিষেবা শুরু করার কথা শোনার সঙ্গে সঙ্গে দিল্লি বিমান বন্দর থেকে নয়ডা-গাজিয়াবাদ রুটে বাস এবং ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। কারণ দেশে গণ পরিবহণ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। যার জেরে সমস্যা পড়তে হবে বিমান যাত্রীদের। এমনকী বিমানবন্দরে পৌঁছতেও সমস্যা হতে পারে। সেকথা মাথায় রেখেই এই বাস এবং ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

ভাড়া ১০,০০০ টাকা

ভাড়া ১০,০০০ টাকা

দিল্লি বিমান বন্দর থেকে নয়জা এবং গাজিয়াবাদ রুটে যে বাস এবং ট্যাক্সি চলবে সেগুলিতে চাপতে গেলে যাত্রীদের খরচ করতে হবে ১০,০০০ টাকা। উত্তর প্রদেশ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কম যাত্রী নিয়ে চলবে বাসগুলি। তাই কিলোমিটার পিছু যাত্রীদের বেশি টাকা গুণতে হবে। প্রতিকিলোমিটারে বাড়তি ৪০ টাকা করে ভাড়া দিেত হবে যাত্রীদের। ২৫০ কিলোমিটার রাস্তায় জন্য গুণতে হবে ১০,০০০ টাকা।

ট্যাক্সি ভাড়া ১২,০০০ টাকা

ট্যাক্সি ভাড়া ১২,০০০ টাকা

দিল্লি বিমানবন্দর থেকে সেডান গাড়ি নিতে হলে ১০ হাজার এবং এসইউভি গাড়ি নিতে হতে ১২,০০০ টাকা দিতে হবে যাত্রীদের। ২৫০ কিলোমিটারের বেশি দূরত্ব হলে বাড়তি ভাড়া গুণতে হবে। এছাড়া যাঁরা সাধারণ ভাসে সফর করতে চান এসি বাস হলে প্রথম ১০০ কিলোমিটারের জন্য দিতে হবে ১৩২০ টাকা। আর নন এসি বাসে প্রথম ১০০ কিলোমিটারের জন্য গুণতে গবে ১০০০ টাকা।

হজমের সমস্যা? অপনার শরীরে থাকতে পারে করোনা ভাইরাস, জানুন বিস্তারিতহজমের সমস্যা? অপনার শরীরে থাকতে পারে করোনা ভাইরাস, জানুন বিস্তারিত

English summary
Amidst coronavirus lockdown bus and taxi will run from Delhi airport fare Rs. 10,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X