For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে শুরু হতে পারে বিমান পরিষেবাও, বিধিনিষেধের খসড়া তালিকা তৈরি

ট্রেন পরিষেবা চালু হয়েছে লকডাউনের মধ্যেই। এবার বিমান পরিষেবা চালু করার ভাবনাচিন্তা চলছে। মনে করা হচ্ছে ১৭ মে-র পর কিছু অংশে বিমান পরিষেবা চালু করা হবে।

Google Oneindia Bengali News

ট্রেন পরিষেবা চালু হয়েছে লকডাউনের মধ্যেই। এবার বিমান পরিষেবা চালু করার ভাবনাচিন্তা চলছে। মনে করা হচ্ছে ১৭ মে-র পর কিছু অংশে বিমান পরিষেবা চালু করা হবে। তার জন্য আগে থেকেই বেশ কিছু বিধিনিষেধের তালিকা তৈরি করা হয়েছে।

শুরু হতে পারে বিমান পরিষেবা

শুরু হতে পারে বিমান পরিষেবা

১৭ মে-র পর বিমান পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। এমনই ইঙ্গিত দিয়েছে ডিডিসিএ। এতার জন্য বিমানবন্দরগুলি পরিদর্শন করা হয়েছে। সেখানকার পরিস্থিিত খতিয়ে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে আলোচনা চলেছে। তার পরেই বিমান পরিষেবা চালু হলে যাত্রীদের কীভাবে নিয়ে যাওয়া হবে তার একটি বিধিনিষেধের খসড়া তালিকাও তৈরি করা হয়েছে।

বিমান সফরে বাড়তি সতর্কতা

বিমান সফরে বাড়তি সতর্কতা

করোনা আবহে বিমান পরিষেবা চালু হলে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। বিমানের মাঝের সিট খালি রাখা হবে। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে একটি রো-এ ২ জন করে যাত্রীকে আসন দেওয়া হবে। ৮০ বছরের উর্ধ্বে কোনও যাত্রীকে সফরের অনুমতি দেওয়া হবে না। বিমানবন্দরে ভিঁড় কমাতে রিপোর্টিংয়ের সময় আরও ২ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাঁদের বিমান ঘণ্টার মধ্যে রয়েছে এমন যাত্রীদেরই কেবল মাত্র বিমানবন্দরের মধ্যে থাকতে দেওয়া হবে। সুরক্ষার খাতিরে টার্মিনালে প্যাসেঞ্জার আইডি চেক করানো হবে না।

মাল বহনে নিষেধাজ্ঞা

মাল বহনে নিষেধাজ্ঞা

বিমানে মাল বহনের ক্ষেত্রেও বিশেষ নিয়ম করা হচ্ছে। কোনও রকম কেবিল লাগেজ নিয়ে যেতে পারবেন না যাত্রীরা। ২০ কেজির বেশি মাল সঙ্গে নেওয়া যাবে না। বিমান ছাড়ার ৩ ঘণ্টা আগে খুলবে চেক ইন কাউন্টার। আর ৬০ থেকে ৭৫ মিনিট আগে কাউন্টার বন্ধ হয়ে যাবে। বিমানের বোর্ডিং গেট ২০ মিনিট আগেই বন্ধ করে দেওয়া হবে। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে। অ্যাপে গ্রিন স্টেটাসের যাত্রীদেরই বিমানে উঠতে দেওয়া হবে।

খাবার দেওয়া হবে না

খাবার দেওয়া হবে না

বিমানে খাবার দেওয়া হবে না যাত্রীদের। কেবল মাত্র পানীয় জল পাওয়া যাবে। কপে অথবা বোতলে জল পাওয়া যাবে। বিমানের তিনটে রোয়ের সিট খালি রাখা হবে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে সেখানে তাঁকে আইসোলেশনে রাখা হবে। বিমানের ক্রু-রা পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই সেই যাত্রীর দেখাশোনা করবেন এবং বিমানের প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত পিপিই থাকবে। বিমানে ওঠার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাই করা হবে।

তামিলনাড়ুর থার্মাল পাওয়ার স্টেশন বিস্ফোরণে আহতদের ২ জনের মৃত্যু, ক্ষতিপূর্ণ ঘোষণা কেন্দ্রেরতামিলনাড়ুর থার্মাল পাওয়ার স্টেশন বিস্ফোরণে আহতদের ২ জনের মৃত্যু, ক্ষতিপূর্ণ ঘোষণা কেন্দ্রের

English summary
Amidst Coronavirus lockdown airlines may be resume with resticton of many things
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X