আগামী বুধবার থেকে শুরু হচ্ছে অযোধ্যায় রামমন্দির নির্মাণ, রুদ্রাভিষেকের এলাহি আয়োজন সারা
মন্দিরের দরজা খুলতেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি। আগামী বুধবার থেকে অযোধ্যায় শুরু হবে নির্মাণ প্রক্রিয়া। তার আগে হবে রুদ্রাভিষেক। করোনা আবহেই অযোধ্যায় এখন রুদ্রাভিষেকের এলাহি আয়োজন চলছে।

খুলেছে মন্দির
করোনা আবহে দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিল মন্দির, মসজিদ সহ দেশের সব ধর্মস্থানের দরজা। আজ থেকে আনলক ১-র নির্দেশিকা মেনে আজ থেকে খুলেছে মন্দিরের দরজা। করোনা বিধি মেনে আপাতত বন্ধ প্রসাদ বিতরণ। এমনকী দেব দর্শনেও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।

১০ জুন থেকে শুরু রামমন্দির নির্মাণ
করোনা বাধা কাটিয়ে অবশেষে ১০ জুন থেকে শুরু হতে চলেছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ। তার আগে হবে রুদ্রাভিষেক। এলাহি আয়োজন হয়েছে তার জন্য। তবে নির্মাণের সাজে করোনা বিধি মেনে সীমিত সংখ্যক শ্রমিকের থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভূমি পুজোর এলাহি আয়োজন আপাতত স্থগিত থাকছে।

সকালে হবে রুদ্রাভিষেক
১০ জুন অর্থাৎ বুধবার সকাল ৮টার সময় হবে রুদ্রাভিষেক। রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে অযোধ্যায় প্রাচীণ মন্দির কুবের টিলায় শিবের উপাসনার পরেই রাম মন্দির নির্মাণের কাজে হাত দেওয়া হবে। ২ ঘণ্টা দীর্ঘ হবে সেই রুদ্রাভিষেক। সেখানে ট্রাস্টের সদস্যরা উপস্থিত থাকবেন।

অস্থায়ী মন্দিরে চলবে পুজো
রাম মন্দির নির্মাণের জন্য রাম লাল্লার মূর্তি যে বিকল্প জায়গায় সরিয়ে নিেয় যাওয়া হয়েছে সেখানে খোলা থাকবে মন্দির। তার দর্শন এবং পুজো করতে পারবেন ভক্তরা। আট ঘণ্টা খোলা থাকবে মন্দির। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬ টা। মাত্র ৫ জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন।
মন্দির চত্ত্বরে অ্যালকোহল স্যানিটাইজার ব্যবহারে আপত্তি তুলল বৃন্দাবন–মথুরার কিছু মন্দির