For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-শিবসেনার নেতা ফড়নবীশ-রাউতের গোপন বৈঠক ঘিরে বোমা ফাটালেন অথওয়ালে! মারাঠা রাজনীতির পারদ চড়ছে

বিজেপি-শিবসেনার তাবড় নেতা রাউত-ফড়নবীশের গোপন বৈঠক ঘিরে বোমা ফাটালেন অথওয়ালে! মারাঠা রাজনীতির পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

'আমরা কেউ শত্রু নই।' শিবসেনার সঞ্জয় রাউত বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে পাঁচতারা হোটেলে গোপনে বৈঠক করে বেরিয়ে আসার পর একথা জানিয়েছিলেন প্রেসকে। যারপর থেকেই মারাঠা রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এরপর দেবন্দ্র ফড়নবীশ জানালেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি ববুবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন। এমন একটা পরিস্থিতিতে বোমা ফাটালেন রামদাস অথওয়ালে।

অথওয়ালে কী বলেছেন?

অথওয়ালে কী বলেছেন?

মহারাষ্ট্রে যখন বিধানসভা ভোটের পর বিজেপির সঙ্গে শিবসেনার জোট ভেঙে যায়, তখন তাকে জোড়া লাগাবার চেষ্টা করেছিলেন বিজেপির শরিক আরপিআইয়ের নেতা রামদাস অথওয়ালে। এদিকে, সাম্প্রতিককালে বিজেপির সঙ্গে শিবসেনার তাবড় নেতাদের গোপন বৈঠকের পর অথওয়ালে বলেন, শিবসেনার উচিত বিজেপির সঙ্গে ফের জোট বাঁধা। আর যদি শিবসেনা না আসে, তাহলে এনসিপির উচিত বিজেপির সঙ্গে আসা।

'শরদ পাওয়ারের সঙ্গে আগে দেখা করেছি..'

'শরদ পাওয়ারের সঙ্গে আগে দেখা করেছি..'

এদিকে, যে শিবসেনা এককালে বিজেপি র চক্ষুশূল ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মসনদ ঘিরে, সেই শিবসেনার সঙ্গে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের বৈঠক ঘিরে, ফের জোটের হাওয়া মহারাষ্ট্রে চড়তে থাকে। যদিও তাকে নস্য়াৎ করে দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, এমন ধরনের বৈঠক হয়েই থাকে। এই বৈঠকে রাজনীতির কিছুই ছিল না। এরপর তিনি বলেন, 'আমরা যখন ক্ষমতায় ছিলাম , তখন শরদ পাওয়ারের সঙ্গে বহুবার দেখা করেছি।'

 মহারাষ্ট্রে নয়া সমীকরণ?

মহারাষ্ট্রে নয়া সমীকরণ?

বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে মারাঠাভূমে বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, ' আমরা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রাসী নই। তাড়াহুড়োই করছি না। বিজেপি নিজেকে আগ্রাসী বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করেছে (মহারাষ্ট্রে) , মানুষের কথা কার্যকরীভাবে বলছে।'

শিবসেনা-এনসিপি জোটের পতন আসন্ন?

শিবসেনা-এনসিপি জোটের পতন আসন্ন?

এরপরই ফড়নবীশ বলেন, শিবসেনা ও বিজেপি জোটের পতন আসন্ন। তিনি বলেন, দমহা আঘাড়ির মধ্যে দলগুলির ভিতর মতপার্থক্যের জেরেই এমন পতন হবে। তিনি বলেন, 'যখন এটা হবে, তখন দেখা যাবে। তবে শিবসেনার সঙ্গে বিজেপি সরকার গঠনের বিষয়ে কিছু আলোচনা করেনি। '

সন্ত্রাসের স্বর্গরাজ্য বাংলায় কি নৈরাজ্য চলছে না! মমতাকে প্রশ্নবাণ ছুড়লেন রাজ্যপালসন্ত্রাসের স্বর্গরাজ্য বাংলায় কি নৈরাজ্য চলছে না! মমতাকে প্রশ্নবাণ ছুড়লেন রাজ্যপাল

English summary
Amid Shivsena and BJP stand off, What Fadnavis told on his meeting with Sanjay Raut , Athwale again comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X