For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে নেই, অক্সিজেনের খোঁজে এই গুরুদ্বারে করোনা আক্রান্তদের নিয়ে হাজির হচ্ছে পরিবার

হাসপাতালে নেই, অক্সিজেনের খোঁজে এই গুরুদ্বারে করোনা আক্রান্তদের নিয়ে হাজির হচ্ছে পরিবার

Google Oneindia Bengali News

হাসপাতালে মিলছে না অক্সিজেন। রাজধানী দিল্লিতে অক্সিজেনের জন্য ছটফট করছেন করোনা আক্রান্ক মানুষ। তারই মধ্যে ত্রাতা হয়ে এসেছে গাজিয়াবাজের একটি গুরুদ্বার। সেখানে করোনা রোগীদের অক্সিজেন মিলে। হাসপাতালে বেড না পেয়ে গাড়ি ভাড়া করে টোটোয় করোনা আক্রান্ত রোগীদের সেখানে নিয়ে এসে অক্সিজেন দেয়া হচ্ছে। লম্বা লাইন পড়ে গিয়েছে গুরুদ্বারের রাস্তার দুই পাশে। গাড়ির মধ্যে শুয়েই অক্সিজেন নিয়ে যেন শ্বাস নিয়ে বাঁচছেন তাঁরা।

করোনা সংকটে ভারত, সাহায্যের হাত বাড়াল ফ্রান্স, ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে আয়ারল্যান্ডকরোনা সংকটে ভারত, সাহায্যের হাত বাড়াল ফ্রান্স, ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে আয়ারল্যান্ড

তীব্র করোনা সংকট

তীব্র করোনা সংকট

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। ভয়ঙ্কর পরিস্থিতির শিকার মানুষ। করেনা আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা পাচ্ছেন না। অক্সিজেনের সংকট চরমে পৌঁছে গিয়েছ। বাইরের দেশ থেকে অক্সিজেন আমদানি করতে হচ্ছে। ব্যাঙ্কক থেকে অক্সিজেন নিয়ে আসছে দিল্লি সরকার। দিল্লিতে অক্সিজেন সংকট সর্বাধিক। অক্সিজেনের অভাবে দিল্লির দুই হাসপাতালে প্রায় ৩০ থেকে ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে।

গুরুদ্বারে মিলছে অক্সিজেন

গুরুদ্বারে মিলছে অক্সিজেন

দেশের যখনই কোন সংকট জনক পরিস্থিতি তৈরি হয়ে থাকে তখনই সাহায্যের জন্য এগিয়ে আসে গুরুদ্বারগুলি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় একাধিক কাজ করেছে এই গুরুদ্বারগুলি। এবার দিল্লির অক্সিজেন সংকট মোকাবিলায় এগিয়ে এলো তারা। গািজয়াবাদের একটি গুরুদ্বারে মিলছে অক্সিজেন। খবর ছড়াতে বেিশ সময় লাগেনি। অক্সিজেনের জন্য ছটফট করা অসংখ্য করোনা আক্রান্ত রোগীকে নিয়ে তাঁদের পরিবার হাজির হচ্ছেন সেই গুরুদ্বারে। একটু অক্সিজেন তাঁদের নতুন জীবন দিচ্ছে।

প্রাণ বাঁচাচ্ছে গুরুদ্বার

প্রাণ বাঁচাচ্ছে গুরুদ্বার

অক্সিজেন সংকট যখন চরমে ঠিক সেই সময় গাজিয়াবাদের এই গুরুদ্বার ত্রাতা হিসেবে দরজা খুলে দিয়েছে। এখানে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দেয়া হচ্ছে। গুরুদ্বারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, অটো, টোটো। তাতে সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীদের নিয়ে আসা হচ্ছে। এবং গাড়ির মধ্যেই গুরুদ্বারের ভলেন্টিয়াররা পিপিই কিট পরে রোগীদের অক্সিজেন দিয়ে প্রাণে বাঁচাচ্ছেন। অনেকেই বিভিন্ন হাসপাতালে ঘুরে অক্সিজেন এবং বেড না পেয়ে সেখানে হাজির হচ্ছেন।

বাইরে থেকে আসছে অক্সিজেন

বাইরে থেকে আসছে অক্সিজেন

শুধুমাত্র দিল্লির অক্সিজেন সংকট মেটানোর জন্য বাইরে থেকে অক্সিেজন ট্যাঙ্কার নিয়ে আসা হচ্ছে। ব্যাঙ্কক থেকে তেেরা ট্যাঙ্কার অক্সিজেন নিয়ে আসা হচ্ছে কেবল মাত্র দিল্লির জন্য। প্রথম থেকেই দিল্লির করোনা সংক্রমণ নিয়ে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অক্সিজেন সংকট মোকাবিলায় েকন্দ্রকে তৎপর হতে বলেছিলেন তিনি।

English summary
Amid Oxygen crisis New Delhi Gurudura serve Oxygen for corona infected ptaints
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X