For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে দেশে আরও ট্রেন চলবে! 'ওয়েটিং লিস্ট' চালু হচ্ছে খুব শিগগির, জানাল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশ কার্যত চতুর্থ দফার লকডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে রেল ও বিমান পথে যোগাযোগ ঘিরে রীতিমতো উদ্বেগে মানুষ। ১২ মে থেকে রেল পরিষেবা চালু হয়েছে। এবার খবর আসন্ন লকডাউন দেশ জুড়ে থাকলেও, তারইমধ্যে রেল যোগাযোগ আরও পোক্ত করতে চলেছে কেন্দ্র।

রেল নিয়ে পদক্ষেপ

রেল নিয়ে পদক্ষেপ

সূত্রের খবর দেশজুড়ে আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রক। মেল ও এক্সপ্রেস সহ আরো বেশ কয়েকটি ট্রেন ভারতে চালানো হবে বলে বেশ কিছু উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

শুরু হচ্ছে ওয়েটিং লিস্ট

শুরু হচ্ছে ওয়েটিং লিস্ট

রেল সূত্রের খবর আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করছে রেল। ১০০ টি এসি থ্রি টিয়া, ৫০ টি এসি টু টিয়ার ২০০ টি স্লিপার ক্লাস, ১০০ টি চেয়ার কেস, ১০ টি ফার্স্ট এসি কামরার তালিকা নিয়ে ওয়েটিং লিস্ট গুলি আসতে চলেছে বলে খবর।

 কোনপথে হাঁটবে রেল?

কোনপথে হাঁটবে রেল?

জানা যাচ্ছে, আস্তে আস্তে লকডাউনের রেশ কাটিয়ে জানা মেলতে শুরু করবে ভারতীয় রেল। শুধুমাত্র এসি ট্রেনই নয়, এবার থেকে দুই ধরনের ট্রেন একসঙ্গে চালিয়ে উদ্যোগ নিতে চলেছে রেল মন্ত্রক।

 ছোট শহরেও রেল পরিষেবা ?

ছোট শহরেও রেল পরিষেবা ?

এতদিন পর্যন্ত কেবল, দেশের বড়শহরগুলিতে রেল যোগাযোগ ছিল। তবে এবার শোনা যাচ্ছে যে দেশের ছোট শহরগুলিতেও রেল যোগাযোগ শুরু হবে।

মহারাষ্ট্রের পর এবার উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ! কমপক্ষে ১৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আহত বহুমহারাষ্ট্রের পর এবার উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ! কমপক্ষে ১৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আহত বহু

English summary
Amid Lockdown Railways to start waiting lists for special trains from May 22.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X