For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের মাঝেই চিনের প্রতিবেশী জাপানের আবের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসছেন মোদী! 'পাখির চোখ' কী

লাদাখ সংঘাতের মাঝেই চিনের প্রতিবেশী জাপানের আবের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসছেন মোদী! 'পাখির চোখ' কী

  • |
Google Oneindia Bengali News

ভারত -চিন লদাখ সংঘাতের আবহে এবার কোমর কষে কূটনৈতিক যুদ্ধে নেমেছে ভারত। বেজিংকে চাপে রাখার সমস্ত কৌশল-অস্ত্র যা কার্যত হাতে এতদিন রেখেছিল ভার ত, তা এবার ধীরে ধীরে নিক্ষেপের পথে এগোচ্ছে দিল্লি। চিনের বাণিজ্যে আঘাত হানার পর এবার চিনের প্রতিবেশী তথা প্রতিদ্বন্দ্বী জাপানের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছে মোদী সরকার।

 মোদী -আবে বৈঠক

মোদী -আবে বৈঠক

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আগামী মাসেই বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ সংঘাতের পারদ যেখানে উর্ধ্বগামী সেখানে চিনের প্রতিবেশী জাপানের সঙ্গে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ ভারতের পক্ষে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চিন সাগরে কয়েকটি দ্বীপ নিয়েও চজাপানের সঙ্গে চিনের বিস্তারবাদ ইস্যুতে সংঘাত বেশ চরমে উঠেছে।

কী নিয়ে বৈঠক?

কী নিয়ে বৈঠক?

সাউথ ব্লক সূত্রের দাবি, এই বৈঠক ভার্চুয়াল হবে। তবে আগামী মাসের কোন দিন এই বৈঠক হবে , তা নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। এর আগে অক্টোবর মাসে দুই দেশের রাষ্ট্রনেতার বৈঠকের কথা বাবা হয়েছিল। তবে তা এগিয়ে আনা হচ্ছে বলে খবর। একদিকে পূর্ব লাদাখে চিনের সঙ্গে ভারতের সংঘাত অন্যদিকে, জাপান - ভারত বৈঠক। সবমিলিয়ে এশিয়ার রাজনীতি ক্রমেই জমজমাট মোড়ের দিকে যাচ্ছে।

কী নিয়ে বৈঠক হতে পারে?

কী নিয়ে বৈঠক হতে পারে?

জানা গিয়েছে, হাইভোল্টেজ এই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও সেনাশক্তি নিয়ে আলোচনা করা হবে বলে খবর। দুই দেশের মধ্যে সামরিক শক্তি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। যা লাদাখ পরিস্থিতিকে আরও প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে।

সাগর সংঘাত ও চিন-জাপান

সাগর সংঘাত ও চিন-জাপান

যেভাবে ক্রমাগত দক্ষিণ চিন সাগরে চিনের আস্ফালন বাড়ছে ও বিস্তারবাদের নেশার শিকার হচ্ছে চিনের প্রতিবেশীদেশগুলি, সেখানে ভারত-জাপান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও আন্দামান নিকোবর প্রান্তে টোকিওর সঙ্গে পরিকাঠামো গড়ে তোলা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। যা সাম্প্রতিক দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসনকে নজরে রেখেই হবে বলে খবর।

স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ! পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ! পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

English summary
Amid Ladakh tension india to talk with Japan on Military pact next month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X