For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা আগ্রাসনের জেরে লাদাখে জমি হারাচ্ছে ভারত! প্যাংগংয়ের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

Google Oneindia Bengali News

লাদাখের প্যাংগং লেকের স্ট্যাটাস কুয়ো বদলে গিয়েছে। এমনই দাবি সেনার অবসরপ্রাপ্ত কর্নেল ডিনির। অবসরের আগে প্যংগং সোতে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন কর্নেল এ ডিনি। ২০১৭ সাল পর্যব্ত সেখানে নিজের দায়িত্ব সামলেছেন। সেই কর্নেলই দাবি করলেন যে চিনা আগ্রাসনের ফলে লাদাখ সীমান্তরেখায় বদল এসেছে।

প্যাংগং এলাকায় ভারতীয় সীমা কোন পর্যন্ত?

প্যাংগং এলাকায় ভারতীয় সীমা কোন পর্যন্ত?

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

প্যাংগং ঘিরে সংঘর্ষ ভার-চিনের

প্যাংগং ঘিরে সংঘর্ষ ভার-চিনের

১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছে চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

প্যাংগং নিয়ে দখলদারি মনোভাব চিনের

প্যাংগং নিয়ে দখলদারি মনোভাব চিনের

এরপরই প্যাংগংয়ের বিতর্কিত এলাকাকে নিজেদের অধিগ্রহণে বলে দাবি করে চিহ্নিত করেছে বেজিংয়ের প্রশাসন। ১৫ জুন, ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার এবং আহত হন ৭০ জনেরও বেশি সেনা। তারপর থেকেই দু'দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা যেন আরও বাড়ছে। তবে গালওয়ান উপত্যকার সেই রেশ এখন ছড়িয়ে পড়েছে লাদাখের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলে।

লাদাখের পরিস্থিতি উদ্বেগজনক

লাদাখের পরিস্থিতি উদ্বেগজনক

এরই মধ্যে এলএসি নিয়ে অন্যায্য দাবি জানিয়ে ফের পরিস্থিতি উদ্বেগজনক করে তুলল চিন। চিনের দাবি এখন মূলত লাদাখের প্যংগং সো নিয়ে। লাদাখের প্যাংগং সো-র এই এলাকাটি চিন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।

কী হল চুশুলে ভারত-চিন বৈঠকে?

কী হল চুশুলে ভারত-চিন বৈঠকে?

পারস্পরিক শর্ত মেনে সীমান্তের উত্তেজনা প্রশমিত করার জন্য মঙ্গলবার চুশুলে চিন ও ভারতের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক হলেও চিনের এই ভিত্তিহীন দাবির জেরে তা ফলপ্রসু হয়নি। এরই মধ্যে অবশ্য চিন ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকে গিয়েছে। এমই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে।

<strong>ভারতে চিনা অ্যাপ বন্ধ হতেই শোরগোল! ড্রাগনের দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভারত</strong>ভারতে চিনা অ্যাপ বন্ধ হতেই শোরগোল! ড্রাগনের দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভারত

English summary
Amid Ladakh Stand off Status quo at Pangong Tso has been changed says Retired Indian army Colonel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X