For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের সংঘাতের মধ্যেই 'অপারেশনাল অ্যালার্টে' নৌসেনা! রাজনাথ দিলেন চরম হুঙ্কার

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সংঘাতের মাঝেই দক্ষিণ চিন সাগরে প্রবলভাবে আগ্রাসী মনোভাবে এগিয়ে যাচ্ছে চিন। যা খুব একটা ভালোভাবে নিচ্ছে না এশিয়ার বাকি কয়েকটি দেশ। বিস্তারবাদের নেশায় অন্ধ চিনকে একহাত নিতে পিছপা নয় ভারতও! আর সেভাবেই এদিন নাম না করে বেজিংকে কার্যত প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন রাজনাথ সিং।

রাজনাথের বার্তা

রাজনাথের বার্তা

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন, যে যেকোনও চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে এই মুহূর্তে প্রস্তুত ভারতীয় নৌসেনা। সমুদ্রে যুদ্ধজাহাজ , যুদ্ধবিমান নিয়ে ইতিমধ্যেই সেনা প্রস্তুত রয়েছে বলে এদিন জানিয়ে দেন রাজনাথ।

 অপারেশনাল অ্যালার্টে নৌসেনা

অপারেশনাল অ্যালার্টে নৌসেনা

লাদাখ সংঘাতের পারদ এখনও স্তিমিত হয়নি দেখে, সমুদ্রপথে সেনা অপারেশনাল অ্যালার্টে রয়েছে। একের পর এক ভারতীয় যুদ্ধজাহাজ তৈরি রয়েছে বলে খবর। লাদাখে পি ৮আইতে জলপথে নজরদারি ও যুদ্ধবিমানের নজরদারি থেকে পিছু হটছে না ভারত।

দক্ষিণ চিন সাগর নিয়ে ক্ষান্ত নয় ভারত

দক্ষিণ চিন সাগর নিয়ে ক্ষান্ত নয় ভারত

দক্ষিণ চিন সাগরে নজরদারি থেকেও কড়া দৃষ্টি সরাচ্ছে না ভারত। বারবার ভারত চিনের আগ্রাসন ও বিস্তারবাদের নেশাকে মাথায় রেখেই নজরদারি চালাচ্ছে। সেখানে ক্ষমতা র আস্ফালন দেখাতে চিন যে কোনও সময় অগ্রসর হতে পারে বলে আশঙ্কা রয়ে যাচ্ছে। এমনই দাবি সূত্রের।

 কোন জায়গায় রয়েছে ভারতের যুদ্ধজাহাজ?

কোন জায়গায় রয়েছে ভারতের যুদ্ধজাহাজ?

জানা গিয়েছে, মহাসাগরের জলের যে জায়গা থেকে মুহূর্তে যে কোনও প্রয়োজনীয় দিকে ঘুরে দাঁড়ানো যায়, সেই দিকেই রয়েছে ভারতীয় সেনার তাবড় যুদ্ধজাহাজ। পার্শিয়াল উপসাগরের মালাক্কা প্রণালী ও বঙ্গোপসাগরের উত্তরপূর্বে রয়েছে ভারতের যুদ্ধ জাহাজ।

English summary
Amid Ladakh stand off Rajnath Singh Roars , says Navy prepared to meet any challenge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X