For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিন সংহারে শক্তিধর 'নাগ' অ্যান্টিট্য়াঙ্ক মিসাইল সংযুক্ত হচ্ছে সেনায়! পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ডিআরডিওর মুকুটে আরও একটি সাফল্যের পালক। এবার চিনের দর্প দুরমুশে সেনায় সংযুক্ত হচ্ছে ডিআরডিওর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ নাগ অ্যান্টিট্যাঙ্ক মিসাইল। এই মিসাইলের সফল উৎক্ষেপণ ঘিরে রীতিমতো উত্তেজনা তুঙ্গে। লাদাখ সংঘাতের আবহে এই মিসাইলের সফল উৎক্ষেপণ হল দেবীপক্ষের শক্তির আরাধনার মাঝেই। মিসাইল সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক।

 পোখরানে সাফল্যের পর্ব

পোখরানে সাফল্যের পর্ব

ফের পোখরান। যেখানে পরমাণু বিস্ফোরণের পরীক্ষায় সাফল্য ঘরে তুলেছিল ভারত। সেই পোখরানে এদিন সকাল ৬:৪৫ মিনিটে সফল উৎক্ষেপণ হয় নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের। তারপরই ভারতীয় সেনা এই মিসাইল নিয়ে পরবর্তী পদক্ষেপের পথে হেঁটেছে।

SANT এর পর 'নাগ'.. লাদাখ আবহে তুঙ্গে তৎপরতা

SANT এর পর 'নাগ'.. লাদাখ আবহে তুঙ্গে তৎপরতা


এর আগে ওড়িশার বালাসোর থেকে হেলিকপ্টার থেকে লঞ্চ করা স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ঘিরে পর পর পরীক্ষায় সাফল্য পায় ভারত। ডিআরডিওর এই পরীক্ষা সফল হতেই নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে তৎপরতা শুরু হয় ভারতের। জানা গিয়েছে, এই মিসাইল খুব শীঘ্রই সেনার 'ইনডাকশন' হবে।

১০ টি পরীক্ষায় সাফল্য

১০ টি পরীক্ষায় সাফল্য

এর আগে ডিআরডিওর পর পর পরীক্ষায় সাফল্য পেয়েছে নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এই নিয়ে ১০ টি পরীক্ষায় সাফল্য পেয়েছে এই মিসাইল। প্রসঙ্গত ৪ কিলোমিটার রেঞ্জের অই মিসাইল ঘিরে এবার বুক বাঁধছে ভারত। তবে ডিআরডিওকে চিন্তায় রেখেছে 'নির্ভয়' মিসাইলটি। কারণ এতে প্রযুক্তিগত কিছু ত্রুটি দেখা গিয়েছে। ফলে ওই ১০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল নিয়ে তৎপরতা তুঙ্গে ভারতের প্রতিরক্ষা বিষয়ক পরীক্ষাগারে।

 ডিআরডিওর হাত ধরে কোন কোন সুবিধা পাচ্ছে সেনা?

ডিআরডিওর হাত ধরে কোন কোন সুবিধা পাচ্ছে সেনা?

ভারতের হাতে যোগ্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল না থাকায় সমস্যায় পড়ে ভারত। ফলে বাইরের দেশ থেকে বহু সময়ই ক্ষেপণাস্ত্র কিনতে হয়েছে ভারতীয় সেনাকে। বিশেষত ২০০ টি স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক এসেছে ইজরায়েল থেকে। এরপর ডিআরডিওর হাত ধরে সাফল্য পায় দেশ।

English summary
Amid Ladakh stand off, Nag anti-tank missile ready to be inducted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X