For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিন সংহারে ভারতীয় সেনার হাতে নয়া 'কার্বাইন' উঠতে চলেছে!বাংলার হাত ধরে নয়া অস্ত্র ঘিরে আলোচনা

লাদাখে চিন সংহারে ভারতীয় সেনার হাতে নয়া 'কার্বাইন' উঠতে চলেছে!বাংলার হাত ধরে নয়া অস্ত্র ঘিরে আলোচনা

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত ভারতীয় সেনাকে নতুন নতুন অস্ত্রে সাজিয়ে তুলছে প্রতিরযক্ষামন্ত্রক। দেশের সেনাবাহিনীর জন্য একাধিক অত্যাধুনিক অস্ত্র লাদাখ সংঘাতের আবহে প্রতিরক্ষামন্ত্রক ইতিমধ্যেই কিনেছে। এবার সেনার হাতে উঠবে অত্যাধুনিক কার্বাইন বন্দুক।

কার্বাইন ও দেশ

কার্বাইন ও দেশ

দেশের সেনাকে কার্বাইন তুলে দিতে এবার ভারত সরকারের 'আত্মনির্ভর' প্রকল্পের ওপর জোর দিতে শুরু করল সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই কার্বাইন বন্দুক দেশের মাটিতে তৈরি করা যায় কি না,সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেন প্রয়োজন কার্বাইনের?

কেন প্রয়োজন কার্বাইনের?

রণকৌশলে যদি শত্রুপক্ষে এক্কেবারে কাছে এসে যায়, তখনই কার্বাইন বন্দুকের প্রয়োজন পড়ে প্রতিরক্ষার জন্য। আর লাদাখ সংঘাতের গতিবিধির দিকে তাকিয়ে সেই প্রয়োজন সেনার জন্য অনুভব করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

 বাংলার হাত ধরে নয়া অস্ত্র!

বাংলার হাত ধরে নয়া অস্ত্র!

উল্লেখ্য, বাংলার ইছাপুরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কিছু কার্বাইন তৈরি করা হয়েছে। তা সেনা বাহিনীকে দেওয়া হয়েছে। সেনা তা গ্রহণ করার বিষয়ে এবার সিদ্ধান্ত নেবে বলে খবর। ফলে মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্প ঘিরে আরএ একধাপ এই কার্বাইনের হাত ধরে এগিয়ে গেল দিল্লি।

কার্বাইন ও আমদানি জটিলতা

কার্বাইন ও আমদানি জটিলতা

উল্লেখ্য, ভারতীয় সেনায় কার্বাইনের প্রয়োজনীয়তা বিপুল। তবে, বর্তমানে তা বিদেশ থেকে আমদানি করতে গিয়ে, সেনা দেখেছে যে প্রয়োজনের থেকে অতি অল্প পরিমাণে তা আসছে। বিশ্বের খুব কম দেশই কার্বাইন তৈরি করে। ফলে চাহিদা অনুযায়ী যোগান কম হয়।

 কতগুলি কার্বাইনের চাহিদা?

কতগুলি কার্বাইনের চাহিদা?

বর্তমানে ভারতের ৩.৫ লাখ কার্বাইনের চাহিদা রয়েছে। তবে , সেনা আপাতত ৯৪ হাজার কর্বাইন দিয়ে নিজের প্রয়োজনীয়তা পূরণ করবে বলে খবর। আর সেই প্রয়োজনীয়তা পূরণ এবার ফোকাসে বাংলার ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরি।

আরও জোরালো পিএফআই যোগ, হাথরাসে যাওয়ার পথে গ্রেফতার কেরলের তিন সাংবাদিকআরও জোরালো পিএফআই যোগ, হাথরাসে যাওয়ার পথে গ্রেফতার কেরলের তিন সাংবাদিক

English summary
Amid Ladakh stand off, Indian defence minsitry considering on Made in India carbines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X