For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত মুখোমুখি হতে চলেছে জি ২০-র মঞ্চে! হাইভোল্টেজ সামিটে ভারতের প্রতিনিধি কে

চিনকে জবাব দিতে একের পর এক স্ট্র্যাটেজিকে হাতিয়ার করেছে দিল্লি। লাদাখে গালওয়ানের মাটিতেই শুধু নয়, তার সঙ্গে বাণিজ্যের ময় দানেও জোর ধাক্কা চিনকে দিয়েছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

চিনকে জবাব দিতে একের পর এক স্ট্র্যাটেজিকে হাতিয়ার করেছে দিল্লি। লাদাখে গালওয়ানের মাটিতেই শুধু নয়, তার সঙ্গে বাণিজ্যের ময় দানেও জোর ধাক্কা চিনকে দিয়েছে ভারত। চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার পর এবার চিন-ভারত মুখোমুখি হতে চলেছে।

 ভারতের তরফে কে?

ভারতের তরফে কে?

জানা গিয়েছে, জি ২০ এর ময়দানে ভারতের তরফে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। যাঁর ভাষায় চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার ঘটনা কার্যত ডিজিটা ল স্ট্রাইক চিনের বুকে। আর সেই রবিশঙ্কর প্রসাদই এবার চিনের প্রতিনিধির মুখোমুখি হবেন জি ২০ তে।

 কারা থাকছেন বৈঠকে?

কারা থাকছেন বৈঠকে?

উল্লেখ্য, জি ২০ ভূক্ত দেশগুলির ডিজিটাল বিষয়ক মন্ত্রীরা এই বৈঠকে থাকছেন। সেই মর্মে রবিশঙ্কার প্রসাদ যেমন বৈঠকে থাকবেন ,তেমনই চিনের ডিজিটাল বিষয়ক মন্ত্রীও থাকবেন বৈঠকে। ফলে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধকরণের প্রেক্ষাপটে এই বৈঠক প্রাসঙ্গিক।

চিনা পণ্য বয়কটের ডাক

চিনা পণ্য বয়কটের ডাক

এর আগে, কেন্দ্রীয় সরকার সাফ বার্তায় জানিয়ে দিয়েছে চিনের ৫৯ টি অ্যাপ ভারতে নিষিদ্ধ। এই অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ। টিকটক ছাড়াও এই তালিকায় রয়েছে ইউক্যাম, ইউসি ব্রাউজার,শেয়ারইট, কোয়াই, বইদু ম্যাপ, শেইন, ক্ল্যাশ অফ কিংসের মতো অ্যাপ।

অ্যাপ নিষিদ্ধ ও আমেরিকা

অ্যাপ নিষিদ্ধ ও আমেরিকা

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ডিইউ ব্যাটারি সেভার, হেলো, লাইকি,এমআই কমিউনিটি,সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার,আপুস , রমউই,ক্লাব ফ্যাক্টারি, নিউজডগ, উইচ্যাটের মতো অ্যাপ। ডিইউর সমস্ত অ্যাপ ছাড়াও ভিগো ভিডিওর মতো অ্যাপ দেশে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এই সমস্ত অ্যাপই চিনের সংস্থার। আর ভারতের এই চিনা অ্যাপের নিষেধাজ্ঞার ঘটনাকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমকি মার্কিন কংগ্রেসও জানিয়েছে, যে বারতের পথেই ট্রাম্প সরকারের চলা উচিত।

একুশের জয় কি বিভাজনের পথেই! মুকুল থেকে মান্নান-একটাই লক্ষ্য তৃণমূলে ভাঙনএকুশের জয় কি বিভাজনের পথেই! মুকুল থেকে মান্নান-একটাই লক্ষ্য তৃণমূলে ভাঙন

English summary
Amid Ladakh Stand off In G 20 Summit Ravi Shannkar Prasad to share platform with Chinese counterpart
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X