For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ ইস্যুতে জবাবি প্যাঁচ পয়জার শুরু করল চিন! বেজিংয়ের সিদ্ধান্তের জেরে দিল্লি কোনপথে হাঁটছে

  • |
Google Oneindia Bengali News

বেজিং আগেই জানিয়েছিল যে 'অ্যান্টি ডাম্পিং টারিফ' তারা ভারতের বুকে তৈরি হওয়া অপটিক্যাল ফাইবহারের ক্ষেত্রে লাগু করবে। সেই মতে তারা আগামী ৫ বছরের জন্য সেই পদক্ষেপ গ্রহণ করে নিয়েছে। এদিকে, এর ফলে ভারতে অপটিক্যাল কেবল-এর বাজারে পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর তা থেকে ভারতীয় সংস্থাকে বাঁচাতে প্রশাসন বড় পদক্ষেপের পথে হাঁটছে।

 সরকার কোন ভাবনা চিন্তায়?

সরকার কোন ভাবনা চিন্তায়?

চিনের চরফে ভারতের রপ্তানিকৃত অপটিক্যাল ফাইবার কেবল নস্যাৎ করে দেওয়ার ফলে বহু ভারতীয় সংস্থা ক্ষতির মুখে। আর সেই কারণেই এবার প্রশাসনিক স্তরে উদ্যোগ শুরু হয়েছে। যাতে ভারতীয় ব্যবস্য়ায়িক সংস্থাগুলি এর জেরে ক্ষতিগ্রস্ত না হয় তাই এই 'কেবল' আমদানির ক্ষেত্রে শুল্ক বসাতে পারে দিল্লি। এই শুল্ক 'রেমিডিয়াল টারিফ' হিসাবে ধরে নেওয়া হতে পারে বলে খবর।

 কত শতাংশ শুল্ক!

কত শতাংশ শুল্ক!

ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে যেন চিনর পদক্ষেপের প্রভাব না পড়ে, তাই সম্ভবত ১০ শতাংশ শুল্ক অপটিক্যাল ফাইবার কেবল-এর ক্ষেত্রে ধার্য করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 চিনকে কড়া জবাব

চিনকে কড়া জবাব

এছাড়াও ভারত লাদাখ ইস্যুকে মাথায় রেখে আরও বড় সিদ্ধান্ত নিতে চলেছে। যেখানে দাবি করা হচ্ছে যে , ভারত এবার থেকে অপটিক্যাল ফাইবার কেবল, চিন বাদে সমস্ত দেশ থেকে আমদানি করতে পারবে। যার ফলে চিনের অর্থনীতির ওপর ভারত পাল্টা ধাক্কা দিতে পারবে বলে দাবি করা হচ্ছে।

 কেন চিনের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে?

কেন চিনের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে?

ভারতে একমাত্র চিনের তৈরি অপটিক্যাল কেবলের বাজার চাঙ্গা ছিল। ভারতে ৮৪ শতাংশ কেবল চিন থেকে আমদানি করা হত বলে খবর। যেখানে সারা বিশ্বে এই কেবলের নিম্নমান নিয়ে অভিযোগ ছিল, সেখানে চিনের এই অপটিক্যাল কেবলের ব্যবসা ভারতে রমরমিয়ে চলেছে এতদিন। এবার তার রাস্তা বন্ধ হতে চলেছে।

English summary
Amid Ladakh stand off, China rejects india's large scale Optic fibre cables
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X