For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদখে চিন সংহারের প্রস্তুতিতে আরব সাগর থেকে দাপট 'ব্রহ্মস' -এর! 'পিন পয়েন্টে' লক্ষ্য়ভেদে সফল

লাদখে চিন সংহারের প্রস্তুতিতে আরব সাগর থেকে দাপট 'ব্রহ্মস' -এর! 'পিন পয়েন্টে' লক্ষ্য়ভেদে সফল

  • |
Google Oneindia Bengali News

যে লক্ষ্য স্থির ছিল, এক্কেবারে পিন পয়েন্টে সেই লক্ষ্যেই হানা! এতটাই নির্ভুল দক্ষতা নিয়ে এদিন আরব সাগরের বুক থেকে দাপট দেখিয়েছে ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস।

আরব সাগর থেকে লক্ষ্যে স্থির

আরব সাগর থেকে লক্ষ্যে স্থির

এদিন আরব সাগরের বুক থেকে আইএনএস চেন্নাইয় যুদ্ধজাহাজ থেকে সফল উৎক্ষেপণ হয় ব্রহ্মস মিসাইলের। আর এর সঙ্গে সঙ্গেই ভারত ফের একবার জোরদার বার্তা দিয়েছে চিনকে। লাদাখ সংঘাতের আবহে ভারত প্রায় ৪০ দিনে ১০ টি পর পর মিসাইল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। যা প্রতিষ্ঠানের ক্ষমতাকে বীর দর্পে সামনে আনে।

 'প্রাইম স্ট্রাইক ' অস্ত্র ব্রহ্মস ও দক্ষিণ চিন সাগর

'প্রাইম স্ট্রাইক ' অস্ত্র ব্রহ্মস ও দক্ষিণ চিন সাগর

ব্রহ্মসকে আপাতত প্রাইমস্ট্রাইক অস্ত্র হিসাবে দেখতে শুরু করেছে ভারতীয় সেনা। দক্ষিণ চিন সাগর নিয়ে যেখানে ক্রমেই তেতে উঠছে চিনের বিরুদ্ধে যুদ্ধের ময়দান ,সেখানে জলপথে দাপট ধরে রাখার ক্ষেত্রে ব্রহ্মস একটি বড় দিক। সব মিলিয়ে শত্রু নিধনে ব্রহ্মস কতবড় শক্তি তা এদিন প্রমাণ করল মিসাইলে পিন পয়েন্ট লক্ষ্যভেদ।

 ডিআরডিওর দাবি

ডিআরডিওর দাবি

এর আগে, ডিআরডিওর প্রধান সতীশ রেড্ডি জানিয়ে দিয়েছেন, সেনা যেভাবে , যে প্রযুক্তির ওপর নির্ভর করে অস্ত্র চাইবে, সেই প্রযুক্তিতেই মিসাইল তৈরি করতে প্রস্তুতি ভারতের প্রতিরক্ষা গবেষণাগার ডিআরডিও।

 মিসাইলের ক্ষেত্রে বড় বার্তা ডিআরডিওর

মিসাইলের ক্ষেত্রে বড় বার্তা ডিআরডিওর

সতীশ রেড্ডির আশা রুদ্রমকে নিয়ে আরও কয়েকটি পরীক্ষার পর নির্দিষ্টভাবে বলা যাবে যে, এই মিসাইল বায়ুসেনার হাত শক্ত করতে পারবে কিভাবে। ডিআরডিও প্রধান জানান, গত ৫-৬ বছর ধরে ভারতে যেভাবে মিসাইল নিয়ে দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড চলছে, তাতে মিসাইল নির্মাণে ভারত এক নতুন যুগ দেখতে চলেছে বলে আশা সতীশ রেড্ডির।

 বাড়বে ব্রাহ্মসের গতি

বাড়বে ব্রাহ্মসের গতি

ডিআরডিওর তরফে জানানো হয়েছে, ব্রহ্মসের গতি আগামী ৩ থেকে ৫ বছরে আরও বেড়ে যাবে। জলপথের যুদ্ধে এই ক্রজ মিসাইল ভারতীয় সেনার কাছে একটি বড় অস্ত্র। এদিন একদম নির্ভেজাল দক্ষতায় ব্রাহ্মস নিজের লক্ষ্যে স্থির থেকে লক্ষ্যভেদ করে। যা নিঃসন্দেহে লাদাখ আবহে ভারতের জন্য বড় বার্তা।

'বাঙালি' মোদী ধরা দিতে চলেছেন মহাষষ্ঠীর হাইভোল্টেজ আসরে! প্রধানমন্ত্রীর লুক ঘিরে কোন চমক আসন্ন'বাঙালি' মোদী ধরা দিতে চলেছেন মহাষষ্ঠীর হাইভোল্টেজ আসরে! প্রধানমন্ত্রীর লুক ঘিরে কোন চমক আসন্ন

English summary
Amid Ladakh stand off BRAHMOS was successfully test fired today on 18th October 2020 from INS Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X