For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে উত্তেজনার ফায়দা তুলে বড়সড় নাশকতার ছক কষছে আইএসআই! হাই অ্যালার্ট জারি দিল্লি-কাশ্মীরে

Google Oneindia Bengali News

লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখন চরমে। পরিস্থিতি এতটাই গম্ভীর যে সাখানে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বসানে হয়োছে লাদাখে। এহেন পরিস্থিতিতে ভারতের নজর যখ পূর্ব দিকে, তখন পশ্চিমে কাশ্মীর সীমান্তে তৎপরতা বাড়াল পাক মদতপুষ্ট জঙ্গিরা। জানা গিয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতেই এই কার্যকলাপ বেড়েছে।

দিল্লি বা কাশ্মীরে বড়সড় নাশকতার ছক

দিল্লি বা কাশ্মীরে বড়সড় নাশকতার ছক

দিল্লি বা কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে বলে জানিয়েছে এনআইএ। আর এর জেরে দিল্লি, কাশ্মীর সহ বিহারে জারি হয়েছে হাই জানা গিয়েছে কাশ্মীর সীমান্ত দিয়ে ২০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। আর তাদের সাহায্য করতেই বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা

এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা যদি অসফল হয়, তবে দ্বিতীয় রাস্তাও খোলা রাখছে আইএসআই। জানা গিয়েছে নেপাল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি৷ এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় জারি করল সতর্কতা৷ প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা৷ যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপর রাখতে বলা হয়েছে কড়া নজর৷

নেপাল দিয়েও ঢুকতে পারে জঙ্গিরা!

নেপাল দিয়েও ঢুকতে পারে জঙ্গিরা!

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নেপাল সীমান্ত দিয়ে বিহারে ৫ থেকে ৬ জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে৷ তারা পাকিস্তান সেনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত৷ পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এনআইএ-র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে৷ এই ইমেল পাঠানো হয়েছে একটি হিট লিস্ট৷

 হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা

হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা

জানা গিয়েছে এনআইএ-কে মেল করা হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য বিজেপি নেতাদের নাম রয়েছে৷ তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়দাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে৷

ভিভিআইপিদের চারপাশে কড়া নজরদারি

ভিভিআইপিদের চারপাশে কড়া নজরদারি

সতর্কবার্তায় আরও জানানো হয়, ভিভিআইপিদের চারপাশে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে৷ ভিভিআইপিদের পরিদর্শন শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখা হবে৷ হুমকির লিস্টে যে ভিভিআইপিদের নাম আছে তাঁদের প্রত্যেকের উপর আলাদাভাবে নজর রাখতে হবে৷ এছাড়াও ভিভিআইপি এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখতে হবে৷

<strong>নিজেদের অস্ত্রে নিজেরাই কুপোকাত পাকিস্তান! গ্রেনেড হামলায় কেঁপে উঠল করাচি স্টক এক্সচেঞ্জ</strong>নিজেদের অস্ত্রে নিজেরাই কুপোকাত পাকিস্তান! গ্রেনেড হামলায় কেঁপে উঠল করাচি স্টক এক্সচেঞ্জ

English summary
Amid Ladakh Face off Delhi, Kashmir, Bihar on high alert as terror threat with help of ISI reported by NIA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X