For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের মাঝে আজ ভারতের রক্তচক্ষুর সামনে পড়তে চলেছে চিন! ডব্লুএমসিসি বৈঠক নিয়ে পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো অর্ডিনেশনের এক হাইভোল্টেজ বৈঠক আজ রয়েছে। লাদাখ সংঘাতের পারদ চড়তেই এই বৈঠক ঘিরে তুঙ্গে রয়েছে দুই দেশের মেজাজ। এমন পরিস্থিতিতে ডাব্লু এমসিসি নিয়ে কোন কোন বড় বিষয় উঠে আসছে দেখে নেওয়া যাক।

 ভারত-চিন বৈঠক

ভারত-চিন বৈঠক

এ পর্যন্ত সেনা পর্যায়ের ৫ রাউন্ডের আলোচনা কার্যত সাফল্য পায়নি আশাতীত ভাবে। ফলে আজকের বৈঠকে ডিসএনগেজমেন্ট বড় বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

ডাব্লু এমসিসি বৈঠক ও ভারত

ডাব্লু এমসিসি বৈঠক ও ভারত

ভারত ও চিনের উন্নয়নে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হিসাবে উঠে এসেছে চিনের নাছোড়বান্দা আবদার। যেখানে তারা পরিস্থিতি স্বাভাবিক করার থেতে নিজেকে বিরত রাখছে, বা ডেপসাং, প্যানগং সহ একাধিক জায়গা থেকে নিজের সেনা সরিয়ে নিচ্ছে না , তাতে সমস্যা বাড়ছে দুঅই দেশের ক্ষেত্রেই। আর সেচাই দুই দেশের যৌথ আলোচনায় আজ জায়গা করে নেবে।

 সেনার আলোচনায় চিঁড়ে ভিজবে না!

সেনার আলোচনায় চিঁড়ে ভিজবে না!

চিনের তরফে ও ভারতীয় বিশেষজ্ঞমতে সেনাস্তরের আলোচনায় চিন-ভার সংঘাতের চিঁড়ে ভিজবে না। ফলে পরিস্থিতি যদি সীমান্তে স্বাভাবিক করতে হয় , তাহলে দুই দেশের রাজনৈতিক মাথাদের এরমধ্যে আসতে হবে। এদিকে, লড়াই দীর্ঘস্থায়ী হবে ধরে নিয়েই এগিয়ে যেতে শুরু করেছে ভারতীয় সেনা।

 জে ২০ বনাম রাফালে পারদ চড়ছে!

জে ২০ বনাম রাফালে পারদ চড়ছে!

লাদাখ সীমান্তে ভারতের রাফালের মোতায়েন হচ্ছে , এমন খবর ছড়াতেই সীমান্তে চিনের তাবড় যুদ্ধবিমান জে ২০ মোতায়েন করেছে চিন। এমন দাবি ফোর্বসের রিপোর্টের। যা মোটেও দক্ষিণ এশিয়ার জন্য সুখবর নয়। ফলে এমন পরিস্থিতিতে আজকের বৈঠকে ভারত যে চিনকে একচুলও ছেড়ে কথা বলবে না , তা বলাই বাহুল্য।

English summary
Amid Ladakh crisis, India and China to go for WMCC meeting , here are key points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X