For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে উসকানির জের! বিহারে মেগা প্রোজেক্ট থেকে সরানো হল চিনা সংস্থাকে, মাথায় হত বেজিংয়ের

Google Oneindia Bengali News

চিনা দ্রব্য বর্জনে সরব দেশ৷ এবার সেই আঁচ দেখতে পাওয়া গেল বিহারে৷ রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার উপর দিয়ে একটা মেগা ব্রিজ তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িত করার ভার পড়েছিল দুটি ভারতীয় কম্পানির উপর। যার অংশীদার একটি চিনা নির্মাণ কোম্পানি৷ লাদাখ ইস্যুর পর কেন্দ্র বাতিল করে দিল ওই ভারতীয় কোম্পানির টেন্ডার৷

কেন বাতিল হল বরাত?

কেন বাতিল হল বরাত?

বাতিল করার বিষয়টি নিয়ে বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দ কিশোর যাদব জানান , 'সাতটি কোম্পানি টেন্ডারে দর দিয়েছিল৷ তার মধ্যে তিনটি কম্পানিকে প্রতিযোগিতার শুরুতেই সরিয়ে দেওয়া হয়৷ বাকি থাকা ৪টি কোম্পানির মধ্যে দুটি কম্পানির অংশীদার হল চিনা কোম্পানি৷ প্রথমে ওই দুটি কম্পানিকে অংশীদার বদলের আবেদন করা হলে তারা তা করতে অসর্মথ হয়৷ তারপরই আমরা কোম্পানি দুটির টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিয়েছি৷'

ভারতের আপসহীন নীতি

ভারতের আপসহীন নীতি

তিনি আরও বলেন , 'ব্রিজ তৈরির টেন্ডারটি পাইয়ে দেওয়া মানে বিশ্বের কাছে পরিচিতি পাবে ভারতের আপসহীন নীতি৷ এই গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরিতে চিনা কম্পানির সহযোগিতার কথা যদি ভারতীয়দের কাছে পৌঁছে যায় তাহলে তা হয়ত ভুল বার্তা বহন করতে পারে৷ পাশাপাশি ভারত এখন "আত্মনির্ভর" নীতিতে বিশ্বাসী। তাই বিদেশি কোম্পানির অপেক্ষাকৃত কম যোগদান এই নীতিকে আরও সমৃদ্ধ করতে পারে৷ অনেক আলোচনার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সেই কারণে চালু করা হয়েছে পুনরায় টেন্ডার ডাকার প্রক্রিয়া৷'

২৯০০ কোটি টাকার প্রোজেক্ট

২৯০০ কোটি টাকার প্রোজেক্ট

পুরো পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে খরচ হতে পারে ২৯০০ কোটি টাকা৷ এই পরিকল্পনাটির অন্তর্গত রয়েছে ৫.৬ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ, ছোটো ছোটো কয়েকটি ব্রিজ এবং একটি রেলওয়ে ব্রিজ৷ চিনা কম্পানির টেন্ডার বাতিল করে দেওয়ার প্রধান কারণ লাদাখে ভারতে উপর চিনা আক্রমণ৷ সর্বোপরি, ২০ জন জওয়ানের মৃত্যু৷ সেই কারণে বর্জিত হচ্ছে চিনা দ্রব্য থেকে চিনা কোম্পানির অংশীদারিত্ব৷

ব্রিজটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেট

ব্রিজটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেট

এক কেন্দ্রীয় আধিকারিক বলেন , '২০১৯ এর ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি ইকোনমিক্স অ্যাফেয়ারের দ্বারা অনুমোদিত হয় বিহারে গঙ্গার উপর ব্রিজ তৈরির এই প্রকল্পটি৷ এই ব্রিজটি তৈরি হলে পটনা, সারন এবং বৈশালীর বাসিন্দারা উপকৃত হবেন৷'

কী হবে এই প্রোজেক্টের?

কী হবে এই প্রোজেক্টের?

তিনি আরও বলেন , 'এই প্রকল্পটির সঙ্গে জড়িত রয়েছে ছোটো ছোটো কয়েকটি প্রকল্প৷ সেগুলি হল একটি রেল ওভার ব্রিজ, ১.৫৮ কিলোমিটার দীর্ঘ একটি সেতু, একটি ফ্লাই ওভার, তিনটি বাস স্ট্যান্ড, ১৩টি রোড জংশন ৷ প্রকল্পটি শেষ করার পূর্ব নির্ধারিত সময় হল ২০২৩-এর জানুয়ারিতে৷'

<strong>চিনকে রুখতে ভারতের পাশে বিশ্বের তাবড় দেশগুলি, দ্বন্দ্ব ভুলে সামরিক সাহায্য রাশিয়া-আমেরিকার!</strong>চিনকে রুখতে ভারতের পাশে বিশ্বের তাবড় দেশগুলি, দ্বন্দ্ব ভুলে সামরিক সাহায্য রাশিয়া-আমেরিকার!

English summary
Amid India China Face off in Ladakh, Centre cancels bridge project in Bihar over Chinese investments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X