করোনার দুর্যোগে দেশের নামী বিশ্ববিদ্যালয়ে 'ভগবত গীতা' পাঠের আয়োজন! শুরু নয়া আলোচনা
লকডাউনে মন্দিরের দ্বার রুদ্ধ। তবে হাসপাতলের দ্বার খোলা। এমন কঠিন পরিস্থিতিতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ফের একবার খবরের শিরোনামে। সেখানে 'রামায়ণ' পাঠের পর্বের পর এবার ভগবত গীতা পাঠের আসর আয়োজিত হতে চলেছে।

এর আগে , দেশের রাজধানীর এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এমন 'রামায়ণ ' পাঠের অনুষ্ঠান ঘিরে সমালোচনা কম হয়নি। এবার 'ভগবত গীতা' পাঠের আসরে ওয়েব মাধ্যমে একলাহোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুভাষ কাক বক্তব্য রাখবেন। উল্লেখ্য ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রী মোদীর দফতরে তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও আবিষ্কারের বিষয়ের বিশেষ সদস্য হিসাবে নিয়োজিত।
আগমী ৭ মে সন্ধ্যে ৬ টা থেকে ১ ঘণ্টার এই অনুষ্ঠান চলবে। জুম অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগ দানের জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন চালু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, করোনার সংকজনজনক পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় এই আসর কার্যকরী ভূমিকা নেবে।
