For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধের ইঙ্গিত উসকে ভারত মহাসাগরে চিনের সাবমেরিন, কড়া নজরদারি ভারতীয় নৌসেনার

ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে চিনের সাবমেরিন। এর আগে দোকলাম তরাই অঞ্চল নিয়ে ভারত ও চিন সীমান্তে উত্তেজনা বেশ চরমে ওঠে।

Google Oneindia Bengali News

সিকিম সীমান্ত নিয়ে চিন-ভারত দু'দেশের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে। এরই মধ্যে ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে চিনের সাবমেরিন। এর আগে দোকলাম তরাই অঞ্চল নিয়ে ভারত ও চিন সীমান্তে উত্তেজনা বেশ চরমে ওঠে। তারপর চিনের নতুন এই গতিবিধিকে রীতিমত কড়া নজরে দেখছে ভারত।[আরও পড়ুন: কেন ভারত-চিন সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে, চিনের নয়া অজুহাত সামনে এল]

দু'তরফের সীমান্তেই প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এরকম একটি পরস্থিতিতে চিন ভারতে স্মরণ করিয়ে দেয়, ২৯৬২ সালের যুদ্ধের কথা। বেজিং-এর তরপে বার্তা আসে, 'ভারত যেন ১৯৬২ সালের যুদ্ধ থেকে শিক্ষা নেয়। ' অন্যদিকে , ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী পাল্টা জবাবে জানান, যে, 'ভারত এখন আর ১৯৬২ সালের ভারত নেই'।[আরও পড়ুন:বিতর্কিত এলাকা নিয়ে নতুন দাবি চিনের, মানচিত্র প্রকাশ]

ভারত মহাসাগরে চিনের সাবমেরিন, কড়া নজরদারি ভারতীয় নৌসেনার

এদিকে, এই সাবমেরিনগুলির দিকে ক্রমাগত কড়া নজর রেখে চলেছে ভারতীসা নৌসেনা। দেশের ভুখণ্ডকে রক্ষা করতে যাবতীয় সুরক্ষার বন্দোবস্ত করে তৈরি নৌসেনা। নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় স্যাটালাইট রুক্মিনী( জি স্যাট ৭)কে। জানা যাচ্ছে গত সপ্তাহে চিনের তথ্য সংগ্রহকারী জাহাজ হাইউইংজিং , বঙ্গোপসাগরে মার্কিন-জাপান-ভারত নৌশিবিরর গতবিধি লক্ষ্য করে গিয়েছে।[আরও পড়ুন: ফের যুদ্ধের হুঁশিয়ারি চিনের, জেটলির মন্তব্যের প্রতিক্রিয়ায় কী বলল চিন]

উল্লেখ্য, ভুটানের দোকলাম তরাইয়ের মধ্য দিয়ে চিন একটি রাস্তা নির্মণের প্রকল্প নেয়। যে কাজে ভুটেনর পাশপাশি বাধা দেয় ভারতও। ভুটানের ভুখণ্ডের মধ্যে দিয়ে চিন কীভাবে রাস্তা নির্মাণ করতে পারে, তা নিয়ে প্রশ্ন ওঠে। আর তার ফলেই ভারত-চিন সংঘাত জোরদার হয়। ভারতীয় সেনার ২ টি বাঙ্কার লক্ষ্যে করে সিকিম সীমান্তে গুলি চালায় চিনের সেনা।

English summary
The India-China military stand-off seems set for a long haul with China responding to defence minister Arun Jaitley's remark that India is not what it was in 1962 by saying neither was China and the developments coinciding with unusual activity of Chinese warships in the Indian Ocean.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X