For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরবিন্দ কেজরিওয়ালকে মদত আমেরিকার? কেন্দ্রের জবাব চাইল আদালত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: আমেরিকার সমর্থনে আমআদমি পার্টির এত বাড়বাড়ন্ত। দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল ভালো ফল করার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য লোকসভা ভোট। এই নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করতে চায় তারা। এমনই মারাত্মক অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের হল দিল্লি হাই কোর্টে। প্রাথমিকভাবে সব দেখেশুনে আদালত এ ব্যাপারে জবাব চেয়েছে কেন্দ্রের কাছে। খোঁজখবর নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাতে হবে খুব শীঘ্র।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আমআদমি পার্টির পিছনে বিদেশি মদত রয়েছে, এই দাবি করে আদালতে মামলা রুজু করেন আইনজীবী এম এল শর্মা। তাঁর অভিযোগ, দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় লস এঞ্জেলস থেকে অন্তত ছয় লক্ষ ফোন এসেছিল দিল্লির বিভিন্ন ভোটারের কাছে। পাঠানো হয়েছিল ৩০০টি এসএমএস। বক্তব্য একটাই। আমআদমি পার্টিকে ভোট দিন। এ ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভারত সরকাররের অনুমতি নেওয়া হয়নি। ওই আইনজীবীর আরও দাবি, আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে টাকা জোগাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। বিদেশি অর্থেই তাঁর দাপট। এ নিয়ে তদন্তের নির্দেশ দিক আদালত, এই আবেদনও জানিয়েছেন তিনি।

কিন্তু, আমেরিকার স্বার্থ কী? এম এল শর্মার যুক্তি, নরেন্দ্র মোদীকে পছন্দ করে না ওয়াশিংটন। কারণ তিনি জাতীয়তাবাদী। বিদেশের কথায় চলবেন না। ফলে অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

English summary
America is backing Aam Admi Party? Delhi HC seeks reply from Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X