For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান, এমনকী আমেরিকাও নয়, ভারতই একমাত্র ধর্মনিরপেক্ষ দেশ! বক্তব্য রাজনাথ সিংয়ের

পাকিস্তান , 'এমনকি আমেরিকাও' নয়, ভারতই একমাত্র ধর্মনিরপেক্ষ দেশ! বক্তব্য রাজনাথের

  • |
Google Oneindia Bengali News

দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনেতা যখন দ্বিপাক্ষিক বৈঠক ঘিরে মশগুল, তখন রাজনাথ সিং তোপ দাগলেন ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্পের দেশের দিকে। দিল্লিতে একসভায় তাঁর বক্তব্যে ধর্নিরপেক্ষতা প্রসঙ্গে এই দুটি দেশকেই কার্যত নিশানায় রেখেছেন রাজনাথ সিং ।

আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে তোপ রাজনাথের

আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে তোপ রাজনাথের

আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে এদিন রাজনাথ সিং বলেন, এমনকি আমেরিকার শাসনতন্ত্রও ধর্মের রমরমার বাইরে নয়। এরপর তিনি প্রশ্ন তোলেন , 'আর ভারতকে বলা হয় ধর্মতান্ত্রিক দেশ? কারণ আমাদের সন্ন্যাসীরা সীমান্তের এপারের বাসিন্দাদেরই শুধু নিজের লোক বলে মনে করেননি, গোটা বিশ্বের মানুষকে নিজের পরিবার বলে মনে করতেন। ' পাশাপাশি, পাকিস্তানকেও ধর্মতান্ত্রিক দেশ হিসাবে দাবি করেছেন রাজনাথ।

ধর্ম চিন্তা ও দেশ ভাবনা নিয়ে রাজনাথের বক্তব্য

ধর্ম চিন্তা ও দেশ ভাবনা নিয়ে রাজনাথের বক্তব্য

রাজনাথ সিং এদিন বলেন, 'আমরা বলেছি আমরা ধর্মের মধ্যে ভেদাভেদ করব না। আমরা কেন এটা করি তাহলে? আমাদের প্রতিবেশী দেশ ঘোষণাই করে দিয়েছে যে সেদেশের একটি ধর্ম রয়েছে। তারা নিজেদের ধর্নতান্ত্রিক দেশ হিসাবে তুলে ধরে। আমরা এমন কিছু করি না।'

কাশ্মীর নিয়ে রাজনাথের বক্তব্য

কাশ্মীর প্রসঙ্গে এদিন রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন, ' কাশ্মীরের ছোট ছোট ছেলেমেয়েরাও জাতীয়তাবাদী। তবে তাদের কেউ সঠিকপথে চালিত করে না। তাদের ভুল পথে চালানা করা হয়। যারা ভুল পথে চালিত করে, তাদের ধরা হবে, যুবক বা শিশুদের নয়। '

মমতার সিএএ বিরোধী পথ পরিক্রমায় জনসুনামি, পাহাড়ে প্রথম পদযাত্রাই সুপারহিটমমতার সিএএ বিরোধী পথ পরিক্রমায় জনসুনামি, পাহাড়ে প্রথম পদযাত্রাই সুপারহিট

English summary
America is a theocratic country, so as Pakistan,says Rajnath Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X