For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে

করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সঙ্কটের দরুণ যেখানে অধিকাংশ সংস্থাই কর্মী ছাঁটাই বা বেতন কাট করে দিচ্ছে, সেখানে অ্যামাজন সোমবার ঘোষণা করেছে যে তারা ৭৫ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করবে। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আর এই সময় অর্ডারও বেড়ে গিয়েছে। এর আগে একমাসেরও কম সময়ের মধ্যে অ্যামাজন করোনা ভাইরাসের জন্য লকাডাউনে মানুষের চাহিদা পূরণের জন্য এক লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন।

করোনা সঙ্কটের মধ্যেই অ্যামাজন ফের ৭৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে


রিপোর্টে জানা গিয়েছে, গ্রাহকের চাহিদা মেটাতে এবং অর্ডারগুলি পূরণে অতিরিক্ত কর্মী নিয়োগের ফলে বিশ্বজুড়ে সংস্থার শ্রমশক্তি মাত্র ১ মিলিয়নের নিচে নেমে আসবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বজুড়ে তার কর্মীদের ঘণ্টায় ২ ডলার করে দেওয়া হবে, যদিও এটি অস্থায়ী পদক্ষেপ। ফিনান্সিয়াল টাইমস অনুযায়ী, এরজন্য ৩৫০ মার্কিন ডলার থেকে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। যদিও ওয়েরহাউস কর্মীরা ক্রমাগত আরও ভালো সুরক্ষা ব্যবস্থার জন্য দাবি জানিয়েছেন, অনেকেই আবার স্ট্রাইকও ডেকেছেন, কারণ ৫০ জনেরও বেশি কর্মীদের শরীরে কোভিড–১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ১৯ লক্ষেরও বেশি সংক্রমিত হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত বিশ্বজুড়ে ১,৯২৪,৬১৮ জনের শরীরে ভাইরাস ছড়িয়েছে এবং ১১৯,৬৮২ জম মারা গিয়েছে। আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে এই ভাইরাসের। ৬ লক্ষ করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ও মৃত্যু হয়েছে এই দেশে ২৩,৬৪০ টি।

৩০ এপ্রিল নয়, কেন ৩ মে-কে বেছে নিলেন মোদী! লকডাউন নিয়ে নয়া তথ্য উঠছে ৩০ এপ্রিল নয়, কেন ৩ মে-কে বেছে নিলেন মোদী! লকডাউন নিয়ে নয়া তথ্য উঠছে

English summary
Meanwhile, warehouse workers continue to demand better safety measures, with some going on strike, as employees at more than 50 facilities have tested positive for COVID-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X