For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্লুর ছবির গান থেকে রেস্তোরাঁর খাবার, স্মার্ট স্পিকার এনে দিচ্ছে সবকিছু

ভারতের বাজারের জন্য অ্যালেক্সা পাওয়ার্ড ইকো নামে স্মার্ট স্পিকার নিয়ে আসতে চলেছে অ্যামাজন, এই স্পিকারের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সব কাজই করে দেবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

স্মার্টফোন এখন সবারই হাতে। শুধু আঙুলের আলতো ছোঁয়াতেই পুরো দুনিয়া হাতের মুঠোয়। তারওপর রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি যা জানতে চাইবেন, শুধু মুখে ফুটে বলতে হবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার সব কাজই করে দেবে। অ্যাপলের সিরি, উইন্ডোজের কোর্টানা এখন যথেষ্টই জনপ্রিয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবার সেই কাজই করবে স্মার্ট স্পিকার। ভারতে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে অ্যামাজন।

স্মার্টফোনের পর এবার স্মার্ট স্পিকার, আপনার 'কথা'-মতই কাজ করবে এই স্পিকার

অ্যালেক্সা পাওয়ার্ড ইকো নামে এই স্মার্ট স্পিকার ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন ও জার্মানিতে সাড়া ফেলেছে। অ্যাপল বা অ্যান্ড্রয়েড ইতিমধ্যেই স্মার্ট স্পিকার বের করেছে ঠিকই কিন্তু তা ভারতে আসতে এখনও দেরি আছে। সেকারণেই অ্যামাজনের এই স্মার্ট স্পিকার ভারতীয় বাজারে জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।

কী কাজ করবে এই অ্যালেক্সা পাওয়ার্ড ইকো
সংস্থার ভাইস-প্রেসিডেন্ট জেভিড লিম্প জানাচ্ছে, এই স্পিকার আপনার হয়ে অনেক কাজই করে দেবে, যেমন ক্যাব বুক করা, অনলাইনে অ্যামাজন থেকে খাবার বা শপিং করা এমনকী লেটেস্ট বলিউডের গানও চালাবে। মূলত ভারতের জন্যই এই স্মার্ট স্পিকারকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আপনার কথা উত্তর যে মহিলার কণ্ঠে শোনা যাবে, সেই ভাষা ইংরেজি হলেও তা ভারতীয়দের মতই শোনাবে বলে জানিয়েছেন ডেভিড লিম্প।

তাহলে সিরি, কোর্টানা বা গুগল নাউ-এর সঙ্গে পার্থক্য কোথায়
ডেভিড লিম্প জানাচ্ছেন, স্মার্টফোন হল একেবারেই ব্যক্তিগত একটা জিনিস। সেটা কোনও একজনের কাছে থাকে। সেক্ষেত্রে স্মার্ট স্পিকার ঘরের এক কোনে রাখা থাকলেই হবে। বাড়ির যে কেউ এই স্মার্ট স্পিকারের সঙ্গে কথা বলতে পারবে।

English summary
amazon brings new smart speaker which has voice assistant, it will be soon launched in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X