For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনেক রাষ্ট্রনেতার থেকে আগে ভেবেছেন! করোনা মোকাবিলা নিয়ে মোদীর প্রশংসায় অমর্ত্য সেন, রয়েছে খোঁচাও

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের প্রশংসা করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের প্রশংসা করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অমর্ত্য সেন বলেছেন, অনেক রাষ্ট্রনেতার থেকে আগে করোনার সংক্রমণ নিয়ে ভেবেছেন মোদী। যা কিনা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সাহায্য করেছে। তবে একইসঙ্গে অমর্ত্য সেন জানিয়েছেন এখন অর্থনীতিকে রাস্তায় ফেরানোই চ্যালেঞ্জের।

দারিদ্র ও দুর্দশা ভারতের সঙ্গী

দারিদ্র ও দুর্দশা ভারতের সঙ্গী

অমর্ত্য সেন বলেছেন দারিদ্র ও দুর্দশা এই দেশে নতুন কিছু নয়। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য মোদীকে দায়ী করতেও রাজি হননি অমর্ত্য সেন। তিনি বলেছেন, ভারতের গরিব মানুষের দুঃখ ও দুর্দশা নতুন কিছু নয়।

প্রশংসার সঙ্গে রয়েছে খোঁচাও

প্রশংসার সঙ্গে রয়েছে খোঁচাও

নরেন্দ্র মোদীর প্রশংসা করার পাশাপাশি খোঁচাও দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেছেন সমস্যার মোকাবিলায় সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল।

নোট বাতিল নিয়ে সব থেকে বেশি সরব হয়েছিলেন অমর্ত্য সেন

নোট বাতিল নিয়ে সব থেকে বেশি সরব হয়েছিলেন অমর্ত্য সেন

সাধারণভাবে অমর্ত্য সেনকে নরেন্দ্র মোদীর কাজে সমালোচনা করতেই বেশি দেখা গিয়েছে। ২০১৬-র নভেম্বরে নোট বাতিলের পর্বে মোদীর সমালোচনায় সরব হয়েছিলেন অমর্ত্য সেন। সেই কারণে এই প্রশংসায় অনেকেই অবাক হয়েছেন।

করোনা মোকাবিলায় প্রশংসা করেছিলেন বিল গেটস

করোনা মোকাবিলায় প্রশংসা করেছিলেন বিল গেটস

এর আগে অনেক বিশ্ব নেতার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনা মোকাবিলায় মোদীর উদ্যোগের প্রশংসা করা হয়েছিল। মোদীর প্রশংসা করেছিলেন বিল গেটসও।

English summary
Amartya Sen praises PM Modi for his steps to fight against Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X