For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বৈচিত্র বোঝার জ্ঞান নেই! প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ অমর্ত্য সেনের

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন তুলে দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁক কটাক্ষ, বহু ধর্ম, বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো জ্ঞান নেই মোদীর।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন তুলে দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কটাক্ষ, বহু ধর্ম, বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো জ্ঞান নেই নরেন্দ্র মোদীর। একটি বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন। সেখানে দেশের গণতন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অমর্ত্য সেন।

গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন

গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন

বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অমর্ত্য সেন। তিনি বলেছেন, গোটা দেশ ভয়ে রয়েছে। তিনি বলেছেন জন স্টুয়ার্ট মিলের কথা অনুযায়ী, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। কিন্তু তিনি মনে করছেন সরকার আলোচনাকেই ভয় পাচ্ছে। আলোচনাকে ভয় ভাবলে গণতন্ত্র অর্জন করা সম্ভবপর নয় বলে মন্তব্য করেছেন তিনি।

উদ্বিগ্ন সংবাদ মাধ্যম নিয়েও

উদ্বিগ্ন সংবাদ মাধ্যম নিয়েও

দেশের সংবাদ মাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অমর্ত্য সেন। সরকারের বিরুদ্ধে থাকলে শুধু সরকারি নয়, বেসরকারি বিজ্ঞাপন পায় না সংবাদমাধ্যমগুলি। তাঁর মতে এখন স্বাধীন সংবাদ মাধ্যম পাওয়াই দুষ্কর। আগামী দিনের জন্য তা মোটেই সুখের খবর নয়। তবে এতকিছুর মধ্যেও আশাবাদী অমর্ত্য সেন। তিনি আশাবাদী এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে ভারত।

মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মূল্যায়নও করেছেন অমর্ত্য সেন। প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, বহু ধর্ম, বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো জ্ঞান নেই মোদীর।

 মোদীকে কটাক্ষ

মোদীকে কটাক্ষ

কটাক্ষের সুরে অমর্ত্য সেন বলেছেন নরেন্দ্র মোদীর সব থেকে বড় সাফল্য, গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। বহু মানুষের হত্যার ঘটনায় যে তিনি যুক্ত ছিলেন, আজ অনেকে সেটা বিশ্বাস করেন না। মন্তব্য করেছেন অমর্ত্য সেন।

[ বাংলাদেশের রাষ্ট্রনেতা 'বঙ্গবন্ধু' কে নিয়ে শ্যাম বেনেগলের নতুন ভাবনা!পরিচালকের সাক্ষাৎ হাসিনার সঙ্গে][ বাংলাদেশের রাষ্ট্রনেতা 'বঙ্গবন্ধু' কে নিয়ে শ্যাম বেনেগলের নতুন ভাবনা!পরিচালকের সাক্ষাৎ হাসিনার সঙ্গে]

English summary
Nobel laureate Amartya Sen has claimed that Prime Minister Narendra Modi does not have the “breadth of vision” about a multireligious and multiethnic India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X