For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস সভাপতি পদে কোনও প্রগতিশীল যুব নেতাকে দেখতে চান অমরিন্দর

কংগ্রেস সভাপতি পদে কোনও প্রগতিশীল যুব নেতাকে দেখতে চান অমরিন্দর

  • |
Google Oneindia Bengali News

তিনি যে আর দলের দায়িত্বে থাকতে চান না, তা আগেই জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পরিবর্তে ওই পদে কে বসবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলেছে দেশের প্রধান বিরোধী দলের অন্দরে।

রাহুল গান্ধী সরে দাঁড়ালে কংগ্রেস সভাপতি পদের দৌড়ে লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে খবর। সুশীল সিন্ডে, অমরিন্দর সিং-দের মতো প্রবীণ কংগ্রেস নেতাদের নামও আলোচনায় উঠছে বলে শোনা যাচ্ছে। সঙ্কটের মুহূর্তে পোড় খাওয়া কোনও নেতার হাতেই দলের ব্যাটন তুলে দেওয়ার পক্ষপাতি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

কংগ্রেস সভাপতি পদে কোনও প্রগতিশীল যুব নেতাকে দেখতে চান অমরিন্দর

যদিও যিনি এই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু, সেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কিন্তু নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, কংগ্রেস সভাপতি পদ থেকে রাহুল গান্ধীর দুর্ভাগ্যজনক সরে যাওয়ার সিদ্ধান্তের পর সেই আসনে কোনও প্রগতিশীল যুব নেতাকেই বসানো উচিত। কংগ্রেস ওয়ার্কিং কমিটির দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, তরুণ ভারত কোনও যুব নেতাকেই নেতৃত্বে দেখতে চায়। এমন কোনও নেতা, যাঁর সঙ্গে দেশের যুব সম্প্রদায় ও সমাজের তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ ভালো, তাঁকেই কংগ্রেস সভাপতি বাছা উচিত বলে মনে করেন অমরিন্দর সিং।

দেশ জুড়ে প্রবল নরেন্দ্র মোদী হাওয়ার মধ্যেও লোকসভা নির্বাচনে কার্যত একক ক্যারিশমায় নিজের গড় অক্ষত রাখতে সক্ষম হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এই সাফল্যের দিকে তাকিয়ে কংগ্রেস তাঁকে জাতীয় স্তরে বড় পদ দিতে চাইলেও, তা নিতে অস্বীকার করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

English summary
Amarinder Singh's tweets, 'Hope to see another dynamic youth leader as Congress chief'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X