For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরিন্দর সিং-এর সঙ্গে বিজেপির সম্পর্ক ছিল তাই সরানো হয়েছে, দাবি রাহুল গান্ধীর

অমরিন্দর সিং-এর সঙ্গে বিজেপির সম্পর্ক ছিল তাই সরানো হয়েছে, দাবি রাহুল গান্ধীর

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর অপসারণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। এবার এই বিষয়ে নীরবতা ভাঙলে প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। মঙ্গলবার পাঞ্জাবের একটি নির্বাচনী জনসভা থেকে রাহুল দাবি করেছেন যে কংগ্রেসের প্রবীণ নেতাকে 'বিজেপির সাথে সম্পর্ক' থাকার কারণেই মুখ্যমন্ত্রী পদ খোয়াতে হয়েছে৷ তবে এখানেই থামেননি রাহুল, বিজেপি, আপ এবং অমরিন্দর সিংকে একযোগে আক্রমণ করেছেন নির্বাচনী প্রচার মঞ্চ থেকে!

অমরিন্দর সিং-এর সঙ্গে বিজেপির সম্পর্ক ছিল তাই সরানো হয়েছে, দাবি রাহুল গান্ধীর

মঙ্গলবার পাঞ্জাবের রাজপুরায় একটি নির্বাচনী প্রচার সভায় ছিলেন রাহুল গান্ধী। এখানেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির সঙ্গে তাঁর পূর্বসূর অমরিন্দরের তুলনা টানেন রাহুল৷ তিনি বলেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবের বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অহংকারই ইঙ্গিত করে তিনি জনগণের কাছে পৌঁছতে ব্যর্থ। চরনজিৎ সিং চান্নির মতো তাঁকে কখনও দরিদ্র ব্যক্তিকে আলিঙ্গন করতে দেখা যায়নি৷

২০ ফেব্রুয়ারীতে এক দফায় ভোট পাঞ্জাবে৷ ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। তাই চান্নির প্রশংসা করে রাহুল বলেন, চান্নিজি দরিদ্র মানুষের সঙ্গে দেখা করেন, তাদের আলিঙ্গন করেন, তাঁদের সাহায্য করেন। আপনি কি অমরিন্দর সিং জিকে একজন দরিদ্র ব্যক্তিকে আলিঙ্গন করতে দেখেছেন? আমি এটি কখনও দেখিনি। যেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে অমরিন্দর সিং বিজেপির সঙ্গে যুক্ত, কংগ্রেস তাঁকে সরিয়ে দিয়েছে। তার আগেই আমি তাঁকে বলেছিলাম 'পাঞ্জাবের বিদ্যুত সমস্যার সমাধান করুন।'

রাহুল আরও বলেন, সমাধান করা তো দূর সেই সময় অমরিন্দর সিং আমাকে বলেছিলেন এই সংস্থাগুলির সঙ্গে আমাদের চুক্তি রয়েছে৷ পরে আমি চন্নিজিকে একই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে বলেছিলাম, তিনি অবিলম্বে এটি করেছেন।'

আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পিএম মোদীকে নিশানা করে রাহুল বলেন, ৩-৪ শিল্পপতি এঁদের উভয়কেই নিয়ন্ত্রণ করে। রাহুল ভোটারদের সতর্ক করে বলেন, পাঞ্জাব পরীক্ষা করার জন্য কোনও ল্যাব নয়। কোনও রকম ভুল সিদ্ধান্ত নিলে পাঞ্জাবকে আগুন নিক্ষেপের সমতুল্য হবে৷ কৃষক এবং দরিদ্ররা প্রধানমন্ত্রী মোদীর পিছনে নেই বলেও দাবি করে রাহুল৷ নোটবন্দী, কৃষি আইনের মতো বিষয় এনে মোদী গরীবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও তোপ দাগেন রাক্তন কংগ্রেস প্রধান।

English summary
Amarinder Singh has relationship with BJP therefore removed, claimed Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X