For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের কু-পরিকল্পনা' ফাঁস করে দিলেন পাক মন্ত্রীই! কার্তারপুর নিয়ে অমরিন্দরের ঝাঁঝালো তোপ

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ কিছুদিন আগেই ফের একবার খবরে উঠে আসেন। এবা প্রসঙ্গ কার্তারপুর করিডর। বারবার বেফাঁস মন্তব্য তথা বিতর্কিত মন্তব্য করা শেখ রশিদ এবার মুখ খুলে জানিয়ে দেন কার্তারপুর করিডর খুলে দেওয়ার ভাবনা পাকিস্তানের সেনা প্রধান জেনারেল বাজওয়ার মস্তিষ্ক প্রসূত। আর পাক মন্ত্রীর বক্তব্যে রীতিমতো ঝড় উঠেছে দুই দেশে।

পাক মন্ত্রী রশিদের বক্তব্য

পাক মন্ত্রী রশিদের বক্তব্য

এর আগে, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, কার্তারপুর করিডর ভারতকে আঘাত করার জন্য খোলা হয়েছে। আর এমন আঘাতের পরিকল্পনা রয়েছে যে তা কোনও দিনই ভুলতে পারবে না ভারত। আর এই পরিকল্পনা ছিল সেদেশের সেনা প্রধান জেনারেল বাজওয়ার। প্রসঙ্গত, এক্ষেত্রে কার্তারপুর করিডরের মাধ্যমে ভারতের নিরাপত্তাকে আঘাত কররা পরিকল্পনা ছিল পাকিস্তানের, বলে মনে করা হচ্ছে।

অমরিন্দরের তোপ

অমরিন্দরের তোপ

এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেন যে , পাকিস্তানের রেলমন্ত্রী কথাতেই ফাঁস হয়ে যায় কার্তারপুর নিয়ে পাকিস্তানের কু-পরিকল্পনার কথা। পাশাপাশি তিনি বার্তা দেন যে , ভারতের ভদ্রতাকে পাকিস্তান দুর্বলতা মনে করলে বিপদে পড়তে হবে ইসলামাবাদকেই।

সিধু ও কার্তারপুর করিডর

সিধু ও কার্তারপুর করিডর

এছাড়াও , অমরিন্দর সিং এদিন দাবি করেন যে কার্তারপুর করিডর নিয়ে যখন ইমারান খান কোনও বক্তব্যই পেশ করেননি , তখন জেনারেল বাজওয়া নভজ্যোত সিং সিধুর সঙ্গে এই করিডোর নিয়ে কথা বলেন। যে সময় সিধু পাকিস্তান গিয়েছিলেন, তখন এই ঘটনা ঘটে বলে দাবি করেন অমরিন্দর।

 ৯ নভেম্বর কার্তারপুর করিডর খোলা হয়

৯ নভেম্বর কার্তারপুর করিডর খোলা হয়

কার্তারপুর করিডর খোলা হয়েছে গত ৯ নভেম্বর। এই করিডরের গুরুত্ব রয়েছে গুরুদাসপুরের ডেরা বাবা নানক জেলার দরবার সাহিব গুরুদোয়ারাকে ঘিরে। যেখানে শিখ ধর্মগুরু নানকদেব বিশ্রাম নিয়েছিলেন অন্তিম সময়ে। আর সেই জায়গা বর্তমানে পাকিস্তানে। শিখ ধর্মাবলম্বীদের জন্য তাই এই গুরুদোয়ারা খুলে দেয় পাকিস্তান। আর তখনই খবরে উঠে আসে কার্তারপুর করিডর।

English summary
Amarinder Singh calls Pakistan minister's Kartarpur comment is open threat to india .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X