For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাব বিধানসভা ভোটের আগে অমিত শাহের বাড়িতে অমরিন্দর সিং, নয়া জল্পনা

পঞ্জাব বিধানসভা ভোটের আগে অমিত শাহের বাড়িতে অমরিন্দর সিং, নয়া জল্পনা

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালে যে ক'টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, তার মধ্যে একমাত্র পঞ্জাবেই ক্ষমতায় আছে কংগ্রেস। কাজেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নিজেদের গড় ধরে রাখা বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে তাদের কাছে। কিন্তু রাজনীতি বরাবরই অনিশ্চয়তাপূর্ণ। একদা দলের প্রধান রাজনীতিক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীই কিনা পদ, দল ছেড়েছেন। এবার সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-ই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

পঞ্জাব বিধানসভা ভোটের আগে অমিত শাহের বাড়িতে অমরিন্দর সিং, নয়া জল্পনা

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে এই সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস ত্যাগ করে পঞ্জাব লোক কংগ্রেস নামক নতুন একটি দল প্রতিষ্ঠা করেছেন অমরিন্দর। আগামী নির্বাচনে রাজ্যের ১১৭টি সিটেই লড়াই করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি৷ তবে বললেই তো আর হয়ে যায় না। দু'সপ্তাহ আগে বিজেপি এবং অকালি দলের সঙ্গে জোটের কথাও বলেন অমরিন্দর৷ কিন্তু সেক্ষেত্রে আসন সমঝোতা কীভাবে হবে? তা এখনও জানানো হয়নি ঠিকই, তবে সব ঠিক থাকলে শীঘ্রই সেই তথ্য প্রকাশ্যে আসবে। বিশেষজ্ঞদের মতে, আসন সমঝোতা সংক্রান্ত বিষয় নিয়েই বৈঠকে বসেছিলেন অমিত শাহ এবং ক্যাপ্টেন অমরিন্দর। খুব সম্ভবত, অন্যান্য বিষয় নিয়েও পরিকল্পনা হয়েছে এই বৈঠকে।

এর আগে ২০১৭ সালে শেষবারের জন্য বিধানসভা নির্বাচন হয়েছিল পঞ্জাবে। সেই নির্বাচনে ক্যাপ্টেন অমরিন্দরের নেতৃত্বাধীন কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। ১০ বছর ধরে চলতে থাকা শিরোমণি অকালি দল-বিজেপি সরকারের পতন ঘটেছিল সেবার৷ কংগ্রেস ১১৭ টি আসনের মধ্যে জিতেছিল ৭৭টি। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল আম আদমি পার্টি৷ ১১৭টির মধ্যে ২০ টি আসনে জিতেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। শিরোমণি অকালি দলের কপালে জুটেছিল ১৫ টি এবং বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন।

English summary
Amarinder Singh at Amit Shah's house before the Punjab Assembly polls,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X