For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত সংঘাত ইস্যুতে এবার বিজেপিকে কটাক্ষ অমরিন্দরের, যুদ্ধ প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী

চিন-ভারত সংঘাত ইস্যুতে এবার বিজেপিকে কটাক্ষ অমরিন্দরের, যুদ্ধ প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

চিন-ভারত সংঘাত ইস্যুতে এবার বারংবার বিজেপিকে নিশান করতে দেখা গেল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইতিমধ্যেই পিএম কেয়ার্স ফান্ডে চিনা অনুদান নিয়ে তাকে সরব হতে দেখা যায়। এমতাবস্থায় ভারতের ১৯৯৯ পূর্ববর্তী সময়ে ভারতের কূটনৈতিক বোঝাপড়া ও যুদ্ধ জয় নিয়েও বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর শোনা যায় তার গলায়।

চিন-ভারত সংঘাত ইস্যুতে এবার বিজেপিকে কটাক্ষ অমরিন্দরের, যুদ্ধ প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী

এদিন একটি সংবাদ সম্মেলনে অমরিন্দর সিং বলেন, “আমরা ১৯৪৮, ৬৫, ৭১ এবং ৯৯ এর আগের যুদ্ধগুলিতে জিতেছি। এখন চিনা আক্রমণে সাড়া দেওয়ার পালা আপনাদের।” একইসাথে তিনি আরও বলেন, “গালওয়ান প্রথমবার নয়। ৬০ এর দশক থেকে চিনের সাথে আমাদের সমস্যার সূত্রপাত। আমি নিশ্চিত যে ভারত সরকার সামরিক সাবধানতা অবলম্বন করছে। আমি মনে করি আকসাই চিন এবং সিয়াচেন নিয়ে আমাদের অনেক সতর্ক থাকা উচিত।”

এদিকে গত ১৫ই জুন লাদাখ সীমান্তে চিন-ভারত সংঘাতের পর থেকেই উত্তেজনার পারা চড়ছে দুই দেশেই। গালওয়ানের সেই সংঘর্ষে এখনও ভারতীয় সেনার প্রায় ২০ জন জওয়ান নিহত হন। তারপরেই গোটা দেশে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। এমতাবস্থায় করোনা মোকাবিলায় তৈরি পিএম কেয়ার্স ফান্ডের অনুদান নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে। চিনকে শায়েস্তা করতে কঠিন পদক্ষেপের কথা শোনা যায় তার গলায়। একইসঙ্গে এজন্য করোনা মোকাবিলার জন্য তৈরি পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির তরফ থেকে এখনও পর্যন্ত যা অনুদান এসেছে তা ফিরিয়ে দেওয়ারও পক্ষেও জোরদার সওয়াল করতে দেখা যায় তাকে।

পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির অনুদান ফেরানোর পক্ষে জোরদার সওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির অনুদান ফেরানোর পক্ষে জোরদার সওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

English summary
amarinder criticizes bjp over indo china conflict what the chief minister of punjab said about the war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X