For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণ বাড়লেও বেড়েছে সুস্থতার হারও, আশঙ্কার মাঝে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন শনিবার জানিয়েছেন যে ভারতে করোনা ভাইরাসে সুস্থতার হার ৫৮ শতাংশের ঊর্ধ্বে চলে গিয়েছে এবং ৩ লক্ষ মানুষ এই মারণ রোগ থেকে নিরাময় হয়ে উঠেছেন।

৫৮ শতাংশের ওপরে সুস্থতার হার

৫৮ শতাংশের ওপরে সুস্থতার হার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‌আমাদের সুস্থতার হার ৫৮ শতাংশের ওপরে চলে গিয়েছে এবং তিন লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।'‌ হর্ষ বর্ধন আরও জানিয়েছেন যে দেশে মৃত্যু বা প্রাণহানির হার প্রায় ৩ শতাংশ, যা অনেকটাই কম। স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘‌আমাদের করোনা কেস দ্বিগুণ করার হার ১৯ দিনের কাছাকাছি এসে পৌঁছেছে, যা লকডাউনের আগে ৩ দিন ছিল।'‌

কেন্দ্রের প্রচেষ্টা উল্লেখ করে টুইট স্বাস্থ্যমন্ত্রীর

কেন্দ্রের প্রচেষ্টা উল্লেখ করে টুইট স্বাস্থ্যমন্ত্রীর

শনিবার হর্ষ বর্ধন টুইট করে উল্লেখ করেন, ‘দিল্লিতে কোভিড-১৯‌ পরিচালনার জন্য কেন্দ্রের প্রচেষ্টা উৎসাহিত করছে। ৪.‌৭ লক্ষ আরটি-পিসিআর টেস্ট, ৫০ হাজার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট, দিল্লি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কিট সরবরাহ, ছত্তরপুরে সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টারে ২ হাজার শয্যার সুবিধা।'‌ দেশে যখন করোনা সংক্রমণ পাঁচ লক্ষের ওপর ছুঁয়েছে ঠিক তখন হর্ষ বর্ধনের মন্তব্য সামনে আসে।

একদিনে সর্বোচ্চ সাড়ে আঠারো হাজার কেস

একদিনে সর্বোচ্চ সাড়ে আঠারো হাজার কেস

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট করোনা ভাইরাস কেস ভারতে পাঁচ লক্ষ ছুঁয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ১৮,৫৫২ ধরা পড়েছে। এর পাশাপাশি দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৮৫।

শনিবার নতুন করোনা আক্রান্ত

শনিবার নতুন করোনা আক্রান্ত

শনিবার ভারতে নতুন করে ৫,০৮,৯৫৩ পজিটিভ কেস ধরা পড়েছে যার মধ্যে ১,৯৭,৩৮৭ সক্রিয় কেস এবং ২,৯৫,৮৮১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা একই রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

English summary
Although the corona virus infection has reached five lakh in India, the recovery rate has also increased by over 58 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X