For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের জমি, আবারও মামলার সম্ভাবনা সুপ্রিম কোর্টে

রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের জমি, আবারও মামলার সম্ভাবনা সুপ্রিম কোর্টে

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই অয্যোধ্যায় প্রস্তাবিত রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি শনাক্ত করেছে উত্তরপ্রদেশ সরকার। অয্যোধ্যা পুরসভার ধন্নিপুরে প্রস্তাবিত সেই জমি সুন্নি ওয়াকিফ বোর্ডের হাতে তুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

ধন্নিপুর গ্রামে রয়েছে প্রস্তাবিত জমি

ধন্নিপুর গ্রামে রয়েছে প্রস্তাবিত জমি

এবার যোগী শাসিত বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। লখনউ-গোরক্ষপুর হাইওয়ের পাশে ধন্নিপুর গ্রামের পাশেই চিহ্নিত করা হয়েছে মসজিদের জন্য প্রস্তাবিত জমি। কিন্তু যোগী সরকারের এই সিদ্ধান্ত সুন্নি ওয়াকিফ বোর্ডের অন্তরেই চাপানউতোর শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

সুন্নি ওয়াকিফ বোর্ডের বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

সুন্নি ওয়াকিফ বোর্ডের বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

তাদের তরফে এই বিষয়ে সবুজ সংকেতের বিষয়েও বেশ কিছু সংশয় দেখা দিয়েছে। সূত্রের খবর জমি চিহ্নিতকরণে উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকা নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি বৈঠক ডেকেছে সুন্নি ওয়াকিফ বোর্ড। ওই বৈঠক থেকেই আগামীতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারে তারা।

মসজিদের জন্য প্রস্তাবিত জমি অযোধ্যা থেকে অনেকটাই দূরে

মসজিদের জন্য প্রস্তাবিত জমি অযোধ্যা থেকে অনেকটাই দূরে

বোর্ড সূত্রে খবর, প্রস্তাবিত জমি প্রধান শহর থেকে অনেকটাই দূরে। সরকার এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা না করলে তাদের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা ছাড়া আর কোনও উপায় খোলা থাকবে না।

এই প্রসঙ্গে অযোধ্যা কেসের অন্যতম মামলাকারী হাজী মাহবুব বলেন, "মসজিদের জন্য প্রস্তাবিত জায়গাটি অযোধ্যা থেকে অনেক দূরে। নামাজ পড়তে সাধারণ মানুষের এতদূরে যাওয়া কঠিন হবে। এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা উচিত সরকারের বা শহরের কাছাকাছি একটি জমি বরাদ্দ করা উচিত।"

‌শহরের ছ’‌টি উড়ালপুল–ব্রিজ মেরামতের জন্য শীঘ্রই টেন্ডার ডাকবে সরকার‌শহরের ছ’‌টি উড়ালপুল–ব্রিজ মেরামতের জন্য শীঘ্রই টেন্ডার ডাকবে সরকার

English summary
alternative mosque land is 25km away from ayodhya babri litigants may approach sc once again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X