For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে

সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে ভারতীয় রেল।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে ভারতীয় রেল। বাংলায় সেতু বিপর্যয় কাণ্ডের জেরে কিনা জানা নেই, তবে রেল এবার তৎপর হয়ে উঠেছে। প্রতিটি ব্রিজের আলাদা করে পরীক্ষা হয়ে রিপোর্ট জমা পড়বে। এই ব্রিজগুলি বিভিন্ন প্রদেশে রেল যাতায়াতের জন্যই ব্যবহার করা হয়।

সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে সেফটি অডিট করতে চলেছে

মোট ৪৮৩৫টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক কনসালট্যান্টদের দিয়ে ব্রিজের সেফটি অডিট করা হবে বলে সিনিয়র রেল আধিকারিকরা জানিয়েছেন। ওপেন টেন্ডার করে দায়িত্ব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সারা দেশে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৫২৩টি ব্রিজ রয়েছে যেগুলি রেল ব্যবহার করে। তার মধ্যে ৭০০টি অতি গুরুত্বপূর্ণ ব্রিজ। ১২ হাজার ৮৫টি ব্রিজ গুরুত্বপূর্ণ। এছাড়া ১ লক্ষ ৩৪ হাজার ৭৩৮টি ব্রিজ কম গুরুত্বপূর্ণ বলে রেল জানিয়েছে।

[আরও পড়ুন: পরিবার নিয়ে জেলে সংসার পেতেছে সাজাপ্রাপ্ত বন্দিরা, নতুন সুযোগ মধ্যপ্রদেশ সরকারের ][আরও পড়ুন: পরিবার নিয়ে জেলে সংসার পেতেছে সাজাপ্রাপ্ত বন্দিরা, নতুন সুযোগ মধ্যপ্রদেশ সরকারের ]

এর মধ্যে ৩৭ হাজার ৬৮৯টি ব্রিজ একশো বছরের পুরনো। শেষ পাঁচ বছরে ৩৭৫৮টি ব্রিজ সারানো হয়েছে বা নতুন করে তৈরি হয়েছে। এই বছরের মধ্যে ৯০০টি ব্রিজকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: ২৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স, ২২ লক্ষ কোটি টাকা ক্ষতির আশঙ্কা, তৈরি ট্রাম্প প্রশাসন ][আরও পড়ুন: ২৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স, ২২ লক্ষ কোটি টাকা ক্ষতির আশঙ্কা, তৈরি ট্রাম্প প্রশাসন ]

এই ৪৮৩৫টি ব্রিজের মধ্যে ২২৮৮টি ফুট ওভার-ব্রিজ, ৭১টি মেগা ব্রিজ ও ৫৬টি রেল ফ্লাইওভার। এর মধ্যে ৯৪টি ব্রিজ ৮০ বছরের পুরনো বলে রেল সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ক্রাইম থ্রিলারের লেখিকা হয়ে খ্যাতি, অবশেষে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার][আরও পড়ুন: ক্রাইম থ্রিলারের লেখিকা হয়ে খ্যাতি, অবশেষে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার]

English summary
Almost 5 thousand bridges across country to undergo independent audit by Indian Railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X