For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু শেষ ২৪ ঘণ্টাতেই ৪০ হাজার ছুঁই ছুঁই মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে শোচনীয় পরিস্থিতি মহারাষ্ট্র জুড়ে। এদিন ফের একবার করোনার উদ্বেগকে উস্কানি দিয়ে মহারাষ্ট্রের করোনা গ্রাফ ৪০ হাজার ছুঁয়ে ফেলার দিকে এগিয়ে গিয়েছে।

 উদ্বেগে রাখছে মহারাষ্ট্র

উদ্বেগে রাখছে মহারাষ্ট্র

এদিন মহারাষ্ট্রের করোনার গ্রাফ সম্পর্কে যে তথ্য এসেছে,তাতে দেখা গিয়েছে বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৫৪৪ জন। মোট আক্রান্ত ২৮,১২,৯৮০ জন।

সুস্থতার হার কেমন মহারাষ্ট্রে?

সুস্থতার হার কেমন মহারাষ্ট্রে?

জানা গিয়েছে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২৭ জন কোভিড রোগীর। সুস্থ হয়েছেন ২৩,৬০০ জন। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ২৪,০০৭২৭ জন। মোট মৃতের সংখ্যা ৫৪,৬৪৯ জন।

মহারাষ্ট্র ও অ্যাক্টিভ কেস সংখ্যা

মহারাষ্ট্র ও অ্যাক্টিভ কেস সংখ্যা

অ্যাক্টিভ রোগীর সংখ্যায় দেখা যাচ্ছে গতকাল সংখ্যা ২৪ ঘণ্টার নিরিখে ২৭ হাজারের আশপাশে ঘুরেছে। এদিকে, সেরাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৫৬,২৪৩ জন।সরকারি হিসাব বলছে. গত সপ্তাহে মহারাষ্ট্রে গড়ে পজিটিভ হার ছিল ২৩ শতাংশ, মধ্যপ্রদেশে ৭.‌৮২ শতাংশ, তামিলনাড়ুতে ২.‌৫ শতাংশ, কর্নাটকে ২.‌৪৫ শতাংশ, গুজরাতে ২.‌২২ শতাংশ এবং দিল্লিতে ২.‌০৪ শতাংশ। গত সপ্তাহে জাতীয় পজিটিভ হার গড়ে ছিল ৫.‌৬৫ শতাংশ।

মহারাষ্ট্রে কতজনের ভ্যাকসিনেশন?

মহারাষ্ট্রে কতজনের ভ্যাকসিনেশন?

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬০,২৯,৬৪৯ জনের দেহে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। সেরাজ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও চালু হয়েছে।

 সবচেয়ে বেশি করোনা আক্রান্তের বিচারে রাজ্যগুলির তালিকা

সবচেয়ে বেশি করোনা আক্রান্তের বিচারে রাজ্যগুলির তালিকা

ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর তালিকায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কেরল। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। করোনা গ্রাফে অষ্টমস্থানে রয়েছে মহারাষ্ট্র।

<strong>আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের প্রচারের কিছু ঝলক</strong>আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের প্রচারের কিছু ঝলক

English summary
Almost 40,000 Corona Cases reports in Maharashtra in last 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X