For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬,৪০০ কোটি বরাদ্দ, ‌প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় খরচ হয়েছে অর্ধেক

Google Oneindia Bengali News

কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বর্তমান আর্থিক বছরে কোনও অর্থই খরচ হয়নি। যদিও এই স্বাস্থ্য বীমা প্রকল্প দেশের দরিদ্রদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু এই অর্থ বর্তমান আর্থিক বছরে খরচ হয়নি বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কোনও টাকাই খরচ হয়নি


সর্বশেষ তথ্য অনুযায়ী, পিএমজেএওয়াই–অনুযায়ী সংশোধিত টাকা অর্থ মন্ত্রক ৬,৪০০ কোটির বদলে ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করে। তা সত্ত্বেও দু’‌দিন আগে ঘোষণা করা কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য মোট ৬,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবার বা ৫০ কোটিরও বেশি ব্যক্তিকে নগদহীন ও ৫ লক্ষ থেকে ১০.‌৭৪ কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পটি চালু করা হয়। এই কর্মসূচীটি পরিচালনকারী সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে এই প্রকল্পের অর্থ মূলতঃ পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি এই চারটে রাজ্যের জন্য। তবে সরকারি তথ্য বলছে, এই প্রকল্পের অন্তর্গত ২০১১ সালের সামাজিক, আর্থিক ও জাতিগত জনগণনা অনুসারে ৩০ শতাংশ সুবিধাভোগীকেও খুঁজে পাওয়া যায়নি।

এর পাশাপাশি সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হিসাবে পরিচিত উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশেও এই প্রকল্পে কাজ হলেও, যে পরিমাণ তহবিল প্রয়োজন তা এই প্রকল্পের অন্তর্গত খরচ হয়নি। জানিয়েছেন সরকারি এক আধিকারিক। তিনি জানিয়েছেন, যে সব রাজ্যগুলিতে এই প্রকল্পটি চলছে তার শহুরে অঞ্চলে ৬০ শতাংশ ও গ্রামীণ অঞ্চলে মাত্র ৮০ শতাংশ সুবিধাভোগীদের পাওয়া গিয়েছে। তথ্য অনুসারে ১০.‌৭৪ কোটি পরিবারের জন্য এই প্রকল্পটি হলেও তা নথিভুক্ত করা হয়েছে ৬ কোটি পরিবারকে। তার মানে বড় অংশের জনসংখ্যা শুধুমাত্র সচেতনতার অভাবে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গিয়েছে, এই প্রকল্পের অন্তর্গত মোট ৮০.৩৫ লক্ষ হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে গুজরাট, তামিলনাড়ু এবং কেরালার শীর্ষে রয়েছে তবে বৃহত্তর রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে হাসপাতালে ভর্তি প্রত্যাশার চেয়ে কম।

English summary
Data shared by the authority shows that of the total intended 10.74 crore families, the programme has enrolled only 6 crore families
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X