For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে 'কথায়' ডিগবাজি! বিজেপি শাসিত রাজ্যে নয়া বার্তা মায়াবতী-যোগী জোটের

যে কোনও কিছু সম্ভব বক্তব্য বদলে গেল কখনই নয়, বক্তব্যে। বক্তা ছত্তিশগড়ের রাজনীতিবিদ অজিত যোগীর। আগে যোগী বলেছিলেন, ভোটের পর অনেক কিছুই সম্ভব।

  • |
Google Oneindia Bengali News

যে কোনও কিছু সম্ভব বক্তব্য বদলে গেল কখনই নয়, বক্তব্যে। বক্তা ছত্তিশগড়ের রাজনীতিবিদ অজিত যোগীর। আগে যোগী বলেছিলেন, ভোটের পর অনেক কিছুই সম্ভব। এদিন, জোটসঙ্গী মায়াবতীকে পাশে নিয়ে তিনি বলেন, কখনই সম্ভব নয়। সবই হয়েছিল ভোট পরবর্তী বিজেপির সঙ্গে জোট নিয়ে প্রশ্নে।

'রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়'

'রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়'

স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি, রাজনীতি কোনও কিছুই অসম্ভব নয়, কে কোনও কিছুই ঘটতে পারে। দিন দুয়েক আগে এমনটাই বলেছিলেন অজিত যোগী। ভোট পরবর্তী জোট নিয়ে প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেছিলেন। কেননা বিভিন্ন মাধ্যমে উঠে আসছে, ছত্তিশগড়ে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

বক্তব্যের ভুল ব্যাখ্যা

বক্তব্যের ভুল ব্যাখ্যা

যোগীর দাবি, তিনি বিপরীত কথা বলেছিলেন। কিন্তু তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অজিত যোগী দাবি করেছেন, তিনি বলেছিলেন, নিজের এবং মায়াবতীর সম্পর্কে তিনি জানেন। বিজেপির সঙ্গে নয়, সেরকম হলে তারা বিরোধী আাসনেই বসবেন। 'সব কিছুই সম্ভব' কথাটি তিনি বলেছিলেন। এরসঙ্গে অন্য একটি কথাও ছিল। ওই একটি শব্দের অর্থ বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ যোগীর।

হাইপোথিটিক্যাল প্রশ্ন

হাইপোথিটিক্যাল প্রশ্ন

রায়পুরের বাকতারায় সভা শুরুর আগে একইসঙ্গে বসেছিলেন অজিত যোগী এবং মায়াবতী। ভোট পরবর্তী জোট, হাইপোথিটিক্যাল প্রশ্ন বলে মন্তব্য করেছেন অজিত যোগী।

দরকারে বিরোধী আসনে, বললেন মায়াবতী

দরকারে বিরোধী আসনে, বললেন মায়াবতী

ভোট পরবর্তী সময়ে কংগ্রেস ও বিজেপি কারও সঙ্গেই যোগ রাখা হবে না বলে জানিয়েছেন মায়াবতী। কোনও সরকারের পক্ষ নয়, বিরোধী আসনেই তাঁরা বসবেন জানিয়েছেন মায়াবতী।

English summary
Alliance With BJP? Ajit Jogi Tweaks His Comment In Mayawati's Presence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X