For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে বিরোধ! বিজেপিকে রাস্তা দেখানোর পথে অপর শরিক দল

নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত ত্রিপুরা। এখনও ১৪৪ ধারা বলবত রয়েছে জিরানিয়ার মাধববাড়িতে। এরই মধ্যে বিজেপির সরকারের শরিক আইপিএফটি সমর্থন প্রত্যাহারের কথা চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত ত্রিপুরা। এখনও ১৪৪ ধারা বলবত রয়েছে জিরানিয়ার মাধববাড়িতে। এরই মধ্যে বিজেপির সরকারের শরিক আইপিএফটি সমর্থন প্রত্যাহারের কথা চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে। প্রতিবেশী অসমেও শরিক অসম গণ পরিষদ নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

নাগরিকত্ব বিল নিয়ে বিরোধ! বিজেপিকে রাস্তা দেখানোর পথে অপর শরিক দল

আইপিএফটির তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব বিল নিয়ে বিরোধিতা করছে আইপিএফটি। বিষয়টি নিয়ে দলের একগিকিউটিভ কমিটির বৈঠক শীঘ্রই হবে। সেখানে সরকারকে সমর্থন করার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। একই কথা জানিয়েছেন, ত্রিপুরার উপজাতি বিষয়কমন্ত্রী তথা আইপিএফটির সাধারণ সম্পাদক মেভর জামাতিয়া।

ত্রিপুরা ভেঙে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পৃথক রাজ্য গঠনের দাবিও ফের তুলেছেন এই উপজাতি নেতা। তিনি বলেছেন, আইপিএফটির দাবি একটাই,
ত্রিপুরার তফশিলি এলাকাগুলিকে নিয়ে পৃথক রাজ্য গঠন।

এবারই প্রথম নয়, গতবছরেও ত্রিপুরার বিজেপি সরকার বিরোধী কথা বলেছে, সরকারকে সমর্থনকারী এই উপজাতি দল। গতবছরে আইপিএফটি অসমের মতোই ত্রিপুরাতেও এনআরসি প্রয়োগের দাবি করেছিল।

English summary
Alliance partner IPFT to re-consider ties with BJP in Tripura on Citizenship Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X