For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসআইএস-এর সঙ্গে যোগ সন্দেহে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ার

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৭ জানুয়ারি : আইএসআইএস-এর সঙ্গে যোগোযোগের সন্দেহে হায়দ্রাবাদের এক ২২ বছরের ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ইঞ্জিনিয়ার মার্কিন প্রদেশ থেকে পড়াশোনা করেছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : আইএসআইএস-এর টুইটার অ্যাকাউন্ট চালানো ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ

পুলিশ জানিয়েছে, ধৃতের মাং সলমন মউনুদ্দিন। হায়দ্রাবাদের আসিফনগরে বাড়ি। বৃহস্পতিবার দুবাইয়ে যাওয়ার বিমান ধরার সময় বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। এরপর তেলেঙ্গানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আইএসআইএস-এর সঙ্গে যোগ সন্দেহে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ার

হাউস্টন থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি রয়েছে মইনুদ্দিনের। পুলিশের দাবি, মইনুদ্দিন স্বীকার করেছে সে আইএসআইএস-এ যোগ দিতে যাচ্ছিল।

উল্লেখ্য গত ডিসেম্বরে মেহেদি মাসুর বিশ্বাস নামে ২৪ বছরের এক ফুড এক্সিকিউটিভকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছিলেন পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আইএসআইএস-এর টুইটার অ্যাকাউন্ট @ShamiWitness চালনা করত মেহেদি। এই টুইটার অ্যাকাউন্টটির ১৭০০০ উলোয়ার ছিল।

সূত্রের খবর অনুযায়ী, অল্পবয়সী মৌলবাদী মুসলমানদের অনলাইনে কাজে নিযুক্ত করছে আইএস জঙ্গিরা। আর সেই আশঙ্কা থেকেই এই গ্রেফতার।

English summary
Alleged IS Recruit, Engineer Trained in US, Arrested in Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X