For Quick Alerts
For Daily Alerts
যোগীর নজরে এই ঐতিহাসিক শহর! পরিবর্তনের ভাবনায় নতুন নামও ঠিক
এলাহাবাদের নাম পরিবর্তন প্রায় চূড়ান্ত পর্যায়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইঙ্গিত ঐক্য গড়ে উঠলে প্রয়াগরাজ নামেই সিলমোহর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, বহু মানুষই চান, এলাহাবাদের নাম দেওয়া হোক প্রয়াগরাজ। তাঁর মতে এটা করা গেলে ভাল বার্তাও দেওয়া যাবে। যদি সবাই রাজি থাকেন, তাহলে শহরের নাম প্রয়াগরাজ দেওয়া হবে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন ২০১৯-এর কুম্ভমেলার ব্যানারে এলাহাবাদের জায়গায় প্রয়াগরাজ নামটিই উল্লেখ করা হচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার কুম্ভ মেলার আগেই এলাহবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেবে।
২০১৯-এর ১৫ জানুয়ারি এলাহাবাদে কুম্ভ মেলা শুরু হবে।
এর আগে উত্তর প্রদেশের একাধিক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মোঘলসরাই রেল স্টেশনের নাম দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায়ের নামে।