For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরুষি হত্যা মামলায় বেকসুর খালাস রাজেশ ও নুপূর তলওয়ার, রায় এলাহাবাদ হাইকোর্টের

আরুষিকে তাঁরা হত্যা করেননি। এলাহাবাদ হাইকোর্ট এই রায় নিয়ে রাজেশ ও নুপূর তলওয়ারকে বেকসুর খালাস করে দিল।

  • |
Google Oneindia Bengali News

নিজের মেয়ে আরুষিকে তাঁরা হত্যা করেননি। এলাহাবাদ হাইকোর্ট এই রায় ঘোষণা করে রাজেশ ও নুপূর তলওয়ারকে বেকসুর খালাস করে দিল। ২০০৮ সালে মেয়ে আরুষি ও বাড়ির পরিচারক হেমরাজকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল তলওয়ার দম্পতির। তবে এদিনের রায়ের পর স্বস্তিতে তাঁরা। [আরও পড়ুন : ২০০৮-২০১৭; আরুষি হত্যায় যেভাবে বারবার বদলেছে প্রেক্ষাপট]

আরুষি হত্যা মামলায় বেকসুর খালাস রাজেশ ও নুপূর তলওয়ার

এদিন নিম্ন আদালতের রায়কে সরাসরি খারিজ করেছে আদালত। জানা গিয়েছে, তলওয়ার দম্পতির বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ মেলেনি। পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে পুলিশ ও সিবিআই চার্জ গঠন করে। যা এদিন উচ্চ আদালত খারিজ করে দিয়েছে।

এই রায়ের পর তলওয়ার পরিবারে খুশির হাওয়া। আরুষির দাদু বিজি চিটনিস জানিয়েছেন, আমি আইনব্যবস্থার কাছে কৃতজ্ঞ। রাজেশ ও নুপূর তাদের মেয়ে আরুষিকে খুন করেনি। আজ আদালতে তা প্রমাণ হয়ে গেল।

রায়ের পর সিবিআইয়ের তরফে সরকারিভাবে কিছু বলা না হলেও জানা গিয়েছে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আর কয়েকদিনের মধ্যেই আবেদন জানানো হবে। তবে রায়ের কপি পুরোটা হাতে আসার পরই সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গিয়েছে।

English summary
Allahabad High Court acquits Rajesh, Nupur Talwar in Aarushi-Hemraj murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X