For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দিকে তাকিয়ে নেওয়া যোগী সরকারের সিদ্ধান্ত আটকে দিল এলাহাবাদ হাইকোর্ট

উপনির্বাচনের আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে এলাহাবাদ হাইকোর্ট বড় ঝাঁকুনি দিল বলে মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

উপনির্বাচনের আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে এলাহাবাদ হাইকোর্ট বড় ঝাঁকুনি দিল বলে মনে করা হচ্ছে। কারণ হাইকোর্ট ১৭টি ওবিসি সম্প্রদায়কে তপশিলি জাতির তালিকায় সংযুক্ত করার যোগী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা আটকে দিয়েছে। সমাজকর্মী গোরক্ষ প্রসাদের আবেদনের ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্ট এই সিদ্ধান্ত জানিয়েছে।

যোগী সরকারের সিদ্ধান্ত আটকে দিল এলাহাবাদ হাইকোর্ট

বারোটি বিধানসভা আসনে উপ নির্বাচনের আগে এই জাতগুলিকে সুবিধে করে দিতে যোগী সরকার কাশ্যপ, রাজভর, ধীবর, ভিন্দ, কুমাহার, কাহার, কেয়াত, নিষদ, ভর, মোল্লা, প্রজাপতি, ধীমর, বথাম, তুরহা, গোদিয়া, মঞ্ঝি, মাচুয়াদের তপশিলি জাতির সংরক্ষণের আওতায় আনতে চেয়েছিল।

যোগী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট পর্যন্ত সমালোচনা করেন। রাজ্যসভায় তিনি জানিয়েছিলেন, সংবিধানে এরকম করার বিধান নেই। রাজ্যের বিরোধী দলনেত্রী বহুজন সমাজ পার্টি দলের প্রধান মায়াবতী রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা একটি পদক্ষেপ বলে চিহ্নিত করেন। তারপর এদিন এলাহাবাদ হাইকোর্ট যোগী সরকারের সিদ্ধান্তকে আটকে দিয়েছে।

English summary
Allahabad HC stays move of Yogi Adityanath govt to include 17 OBCs in Schedule Caste list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X